পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাকুন্দর। গৰ্ত্ত দর্শনে রাণীর বিদ্যা প্রতি ভৎসন। শুনি চমৎকার রাণী উঠে। পাছে শোনে ভূপ চুপ, বুক করে দুপদুপ, কাপে কায় কালঘাম ছুটে । ভূয়ে মুখে উড়ে ধূলা, পাতে রহে সখীগুলা, উপনীত নন্দিন-নিকটে। -স্ব কহিল রামাচয়, এ কথা অন্তথা নয়, গন্ধুের লক্ষণ সুত বটে ॥ .পূৰ্বরূপ ছবিখার, উদরের বড়-ভীর, ধরা তলে শুয়েছে রূপসী । 曼 শিথিল কটির বাস, ঘন বহে মৃদুখাস, আন্ত-আভা প্রভাতের শশী । সম্বুথে প্রসবস্তলী, উঠে বিদ্যা কৃতাঞ্জলি, প্ৰণমিল লাজে নত মুখ । কালে কথা কহে শুদ্ধ, দেখিলাম মুখপদ্ম, কব কি জন্মিল যত সুখ ॥ অনাথিনী থাকি এক1, ছমাস বৎসরে দেখা, দিনেক তোমার সঙ্গে নাই । জননী জীয়স্ত যার, . এতেক খোয়ার তীর, গৰ্বে কেন দিয়াছিলে ঠাই ॥ ছেদে এক কথা শোন, যদি খাওয়াতিগ লোন, ভূমিষ্ঠ হইবামাত্র মোরে । दtशाझे ट्राईड ठान, এত কথা কেন হবে, অসুযোগ কে কল্পিত তেীরে ॥ Գtrs