পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিরঞ্জন অবধৌত কোন দিন, আসন শাৰ্দ্ধ লাজিন, দীপ্যমান দ্বিতীয় দিনেশ । কোতোয়াল করপুটে, স্তব করে সন্নিকটে, নিজ দুঃখে বুিশেষ রেংদন । পুরীমুদ্ধ হই নষ্ট, ২ আশীৰ্ব্বাদ কর কষ্ট, দূৰ হউক রহুক জীবন, - হাসি কহে গুণনিধি, অচিরে তোমাকে বিধি, অবশ্য হবেন অমুকুল । বাক্য মিথ্যা নহে মোর, ধরা পড়িবেক চোর . ভয় নাই হের ধর ফুল ॥ . পুলকিত নিৰ্ম্মশ্বর, ফুল নিল পাঠি কর. পুনরপি প্ৰণিপাত করে । কালীপাদপদ্ম ভাবি, রচিল প্রসাদ কবি, কোটাল চলিল স্থান গুরে ॥ কোতোয়াল-চরসমূহের ছদ্মবেশে চেীর অন্বেষণ । কুটবুদ্ধি কোতোরাল তঞ্চ করে নানা । ঠাই ঠাই বসাইল মজবুত থান ॥ বিড় উঠাইল পাচশই হরকর । বুক ঠুক্য কহে চোব জানা গেল ধর । কত পটনির ঠাটে পেয় দেয় ঘাটে । কত বা দালির ছলে দান মাপে মাটে ।