পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w% কালীকীৰ্ত্তন। অভয় পদ ভজনের দেখহ প্রভাব । শত্রু ভাব দুরে গেল দোহে মৈত্রভাব ॥ এই স্থষ্টি করি বিধি ন পাইল মুখ । কfরল তৃতীয় স্বষ্টি এই উমার মুখ ॥ রাহু কুহু গন্নাসিল বদন প্রকাশি । উভয়তঃ সিত পক্ষ নিত্য পুর্ণমালী ॥ বাহিবের অন্ধকার গগণ চাদে হরে । মনের আঁধার ঐ৭ধনে আলো করে । ভগবতীর নৃত্য । . রাণী বলে, আমি সাধে সাঙ্গাইলাম, বেশ বানাইলাম, উমা একবার নাচ গো ।

  • fর নেটেছে। ভবে, তেমনি কোরে আtবtয় নাfসন্তে হলে.

নূপুর দিয়াছি পায়, স্বমধুর ধ্বনি তায় গে। ॥ শুনেছি নিগূঢ় বাণী, চরি বেদ নূপুরের ধ্বমি, ওগো আমার উমা নাচে ভাল । ম। নেটে সফল কর, মায়ের ইহ পরকাল ৷ বাজে ডল্ফ জগন্মস্প মৃদঙ্গ রলtল । বিজয়ার করে করতাল শোভে ভাল । চৌদিগে বেড়িল নব নব বধূজাণ । পূর্ণচন্দ্র বেড়া যেন স্বর্ণপদ্মমাল ৷ ” প্রসূtধ বলে ভাগ্যবতীর প্রসন্ন কপাল । কণ্ঠ সেই যার পদ হৃদে ধরে কুল ।