পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২• কালীকীৰ্ত্তন। আজ্ঞা কর কাল কত কাল হেথা রব । কালক্রমে কল্যাণি কৈলাসপুরে লব । রমণীর শিরোমণি পরম রতন । রতনভূষণে কার নাহি বা যতন ॥ নিজ হংসে হংসী সদা মানসগামিনী । চৈতন্যরূপিণী নিত্য স্বামির খামিলা ॥ নখজ্যোতি পরংব্ৰহ্ম শুনেছ কি সেটা । নিখিলব্রহ্মাণ্ডকী কৰ্ত্ত! তব কেট। ৷ আমার এই ভগ্ন অঙ্গ ভুজঙ্গ ভূষণ । তোমার বিহীনে নাহি অন্য প্রয়োজন । পুরুষ বিহীনে হর বিধবা প্রকৃতি । প্রকৃতি বি হীনে আমার বিধবা অfকৃfন্ত ॥ অমুচ্চার্য্যানাদিরূপ গুণা তীত গুণ । নি গুণে সগুণ কর প্রসব ত্ৰিগুণ ॥ নিজে তাম্বু তত্ত্ব বিদ্যাতত্ত্ব শিব তত্ব । তব দত্ত তত্ত্বজ্ঞানে ঈশের ঈশত্ব ॥ তুনি মন বুদ্ধি আস্থা পঞ্চভূত কায় । ঘটে ঘটে তাছ যেমন জলে স্ব ধ্যছয় ॥ বেদে বলে তত্ত্বী যোগী তত্ত্ব কোরে ফিরে । সেই বস্তু এই তুমি মন্দাকিনীতীরে ॥ দক্ষিণয়ণী দেহ ত্যাগে দক্ষে অপমান। শিখরিকে দয়। করি তব অধিষ্ঠান। মৰ্ম্ম কোয়ে স্বস্থানে প্রস্থান শূলপাণি । জননী চলিল যথ। গিরিরাজরাণী ॥