পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী। *) প্রসাদী হুর—তাল একতালা । বল মা আণি দাড়াই কোথা । আমার কেউ নাই শঙ্করী হেথা ॥ যা সোহাগে বীপে মাদর, এ দৃষ্টান্ত যথা তথা ; যে বাপ বিমাতারে শিরে ধরে, এমন বীপের ভরস বুথ ॥ ੇ না করিলে কৃপ, যাব কি বিমাতা যথা । যদি বিমাতা আমায় করেন কোলে, দুেখ নাই আর হেথা লেখা। প্রসাদ বলে এই কথা, বেদগমে আছে গাখী। গুমা মেইন তোমার নাম করে,তার হাড়ের মালাকুলি বাধা ॥৪ প্রসাদী কুর—তাল একতাল।। ডুব দে মন কালী বলে। হৃদি রত্নাকরের অগাধ জলে । ब्रज्ञानिनः শৃষ্ঠ কথন, দুচার ডুবে ধন না পেলে । - তুমি দম সামর্থে এক ডুবে যাও, কুলকুণ্ডলিনীর কুলে । জ্ঞান সমুদ্রের মাঝে রে মন, শক্তিরূপ যুক্ট ফলে । তুমি ভক্তি করে কুড়িয়ে পাবে, শিবঘুক্তি মতন চাইলে ॥ কামাদি ছয় কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। তুনি বিবেক হলুদি গায় মেখে যাও, টোবেন তীয় গন্ধ পেলে রতন মাণিক্য কত, পড়ে আছে সেই জন্মে । রামপ্রসাদ বলে ঝম্প দিলে, মিলুযে রতন ফলে ফলে ॥৫