পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

穩 পদাবলী। . (f একি ভ্রান্ত নিতান্ত তুই, হলিয়ে পাগলের মত। ও মন মা আছেন যার ব্রহ্মময়ী, কার ভয়ে সে হয় রে ভীত মিছে কেন ভাব দুঃখে, দুর্গ বল অবিরত । যেমন জাগরণে ভয়ং নাস্তি, হবে য়ে তোর তেন্নি মন্ত । দ্বিজ রামপ্রসাদে বলে, মন কর রে মনের মত । ও মন গুরুদত্ত তত্ত্ব কয় િ করিবে রবিসুত ॥৭ প্রসাদী স্থর-তাল একতাল। ম’লেম ভূতের বেগার থেটে । , আধার কিছু সম্বল নাইকো গেটে । নিজে হই সরকারী মুটে, মিছে মরি বেগার খেটে । আমি দিন মজুরী নিত্য করি, মা পঞ্চভূভে থাৎ গো ধেটে পঞ্চভূত ছয়টা রিপু দশেন্দ্রিয় মহা লেঠে । তার কাবে। কথা কেউ শুনে না, ধিন তো আমার গেল ঘেটে । এমন অন্ধজনে হার দণ্ড, গুন পেলে ধরে এটে। আমি তেমি ধারা ধর্তে চাই মা, কৰ্ম্মদোষে যায় গে ছুটে । প্রসাদ বলে ব্রহ্মময়ী, কৰ্ম্মডুরি দেন কেটে । প্রাণ বাব বের্গ এই করে মা, যেন ব্ৰহ্মরন্ধ, মার গো ফেটে ॥৮ 1. প্রসাদী সুর—তাল একতাল।। এবার আমি বুঝবো হরে। . भitश्नब्र शृं.१t 5ङ्गं कर् िcश्चitब्र ।