পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী। প্রসাদী সুর—তাল একতাল । বল মা আমি দাড়াই কোথা । আমার কেহ নাই শঙ্করী হেথা ॥ নমস্তং কৰ্ম্মেভ্যোধলে, চালু যাব যথা তথা । আমি সাধু সঙ্গে নানারঙ্গে, দূর্ব রিব মনের ব্যথা । তুমি গো পাষাণের স্বস্ত, আমার মেমি পিতা তেমি মাতা রামপ্রসাদ বলে হৃদিন্থলে, গুরুতর রাণ গাগা ॥১১ প্রমাদী সুর—তাল একতাল1' আমি কাঁধ হারiণাম কালের বশে } গেল দিন মিছে রঙ্গ রসে } ,সম ধন উপাঞ্জন, করেছিলাম দেশ বিদেশে। छ१न डाँठे বদ্বীয় মৃত; সবাই ছিল আমার বশে । এখন ধন উপাৰ্জ্জুন, ন হইল শার শেষে । সেই ভাই বন্ধু দার। সুত, নির্ধন ৰলে সবাই রোধে । মদূত আসি, শিররেতে বণি, ধরবে যখন অগ্রকেশে । দখল'মাজিয়ে যাট, কলসী কাচা, বিদার দিবে দণ্ডী বেশে । স্থার রি বলি'গশানেতে ফেলি, যে যার যাবে আপন ৰাসে। স্বামপ্রসাদ মূলা, কান্না গেল, অগ্ন থাবে অনায়াসে ॥১২}