পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- У о পদাবলী । ফুটা অশ্ব দুট গজ ঘরে বসে কাল কাটালো"। তার চলতে পারে সকল ঘরে তবে কেন অচল হলো । দুখান তরী নিমক ভরি বাদাম তুলি না চলিল । ওরে এমন স্ববাতাস পেয়ে ঘাটের তরী ঘাটে রৈলে ॥ " শ্রীরামপ্রসাদ বলে মোর কপালে এই কি ছিল । ওরে অতঃপরে কোণার পাশে পালের কিস্তি মাত হ’ল ॥১ প্রসাদী স্বর—তাল একতাল । এবার কালী তোমায় পাব । ( খাব খাব গো দীন দরাময়ী ) তার। গগুযোগে জন্ম আমার ; গণ্ডবোগে জন্ম হ’লে, সে হয় যে মা থেকে ছেলে । এপার তুমি খাও কি আমি খাই মা, দুটোর একটা কয়ে যাব ডাকিনী যোগিনী দুটা, তরকারি বানায়ে খাব ৷ তোমার মুণ্ডমাল৷ কেড়ে নিরে, অম্বলে সস্তার চড়fব ॥ হাতে কালী মুখে কালী, সৰ্ব্বাঙ্গে কালী মাখিব । যখন আসবে শমন বাধবে কযে, সেই কালী তার মুখে দিব ॥ খাব খাব বলি মাগো, উদরস্থ না করিব । এই হৃদিপদ্মে বসাইয়ে, মনোমানসে পূজিব ॥ যদি বল কালী খেলে কালের হাতে ঠেক। যাব । অামায় ভয় কি তাতে কালী বলে কালেরে কলা দেখাব ৷ কালীর বেটা ক্রীরামপ্রসাদ, ভালমতে তাই জনাব । তাতে মস্ত্রেয় সাধন শরীয় পত্ন, যা হবায় তাই ঘটাইব ॥১৮