পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२९ ।। পদাবলী । প্রসাদী স্থর-তাল একতাল। আমি এত দোষী কিসে । ঐ যে প্রতিদিন হয় দিন যাওয়া ভার, সারাদিন মা কঁাদি বদে । মনে করি গুহ ছাড়ি, থাকৃবেন। আর এমন দেশে। তাতে কুলালচক্র ভ্রমাইল, চিন্তারাম চাপরাশী এসে ॥ মনে করি গুহ ছাড়ি, নাম সাধন করি বসে। কিন্তু এমন কল করেছ কাণী, ধেধে রাখে মায়াপাশে । কালীর পদে মনের iেaণ, দীন মন:প্রসাদে ভালে আমার সেই যে ক ীৈ, মনের কালী, হলেম কালী তার বিষয় যশে ॥২১ প্রসাদী সুর—তাল একতাল।। মুন রে আমার এই মিনতি । তুমি পড়া পার্থী হৎ করি স্থতি । অধু তবু গিরিমুভ, পড়লে শুনলে দধি ভাতি । ওরে জান না কি ডাকের কথা ন পড়িলে ঠেঙ্গার গু"fত । কালী কালী কাণী পড় মন, কালীপদে রাখ প্রীতি। ওরে পড় বাবা আত্মারাম, আত্মজনার কর গতি ॥ উড়ে উড়ে, বেড়ে বেড়ে বেড়িয়ে কেন বেড়াও ক্ষিতি। ওরে গাছের ফলে কদিন চলে, কররে চার ফলে স্থিতি ॥ প্রসাদ বলে ফল গাছে, ফল পাবি মন, শোনু যুগুতি। ওরে বলে মূলে, কাণী বলে, গাছ নাড়া দেও নিতি নিতি ॥২২