পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী । 3S প্রসাদ বলে মন্দ বলি, তোমার বাপের দোষে । মাণে আমার বাগের নাম লইলে বিরাজ কৈল;সে ॥৭৯ مع= مسح ہے۔ 03ھ مــیجہ === রাগিণী সিন্ধু—ভাল ঠুংরী। এমন দিন কি হবে তারা। ঘবে তারা তারা তারা বলে, তার বেয়ে পড়বে ধারা ॥ সুপি উঠবে ফুটে, মনের আঁধার বাৰে ছুটে, তখন রাতলে পড়বে লুটে, তারা বলে হব সারা । গaিব সব ভেদাভেদ, ঘুচে যাবে মনের খেদ, ওরে শত শূন্ত সত্য বেদ, তার আমার নিরাবণর ॥ খ্রিীরামপ্রসাদে রটে, ন, fরাজে সৰ্ব্ব ঘটে; ওরে আঁখি অন্ধ দেখ মাকে, তিমিরে তিমির ভর ৮০ ৷৷ প্রসাদী স্থর-তলি একতাল। আর ভুলালে ভূল সুনাগো। আমি অভয় পদ সার করেছি, ভরে হেলব দুলুল্লনাগে ৷ বিষয়ে আশক্ত হয়ে, বিবের কূপে উল্বনাগো। সুখদুঃখ ভেবে সমান, মলের স্বাগুণ তুল্বনাগেী৷ ধন লোভে মত্ত হরে, দ্বারে দ্বারে বুল্‌ নাগে । আশা gায়ুগ্ৰস্ত হয়ে মনেয় কথা খুলুবনাগে । মায়াপাশে বদ্ধ হয়ে, প্রেমের গাছে ঝুলবনাগো । রামগ্ৰসাদ বলে দুধ খেলেছি, ধোগে মিশে ঘূলধনাগে ॥৮১