পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

89 পদাবলী । অহঙ্কার দ্বেষ রাগ, প্রতিকূলে অমুরাগ, দেহরাঞ্জ্য দিলে ভাগ বল কি বিচারে ॥ যা করেছ চারা কিবা, প্রায় অবসান দিবা, মণিদ্বীপে ভাব শিব সদাশিবাগারে। প্রসাদ বলে দুৰ্গনাম, সুধামর মোক্ষধাম, জপ কর অৰিয়াম স্বধাও রসনার ॥৮৯ প্রসাদী স্থর-তাল একতাল । তারা আর কি ক্ষতি হবে । হেদে গো জনলি শিবে t তুমি লবে লবে বড়ই লবে, প্রাণকে আমার লবে, থাকে থাক যায় যায়-এ প্রাণ যায় যাবে । বদি অভয় পদে মন থাকে তো কায কি আমার ভৰে । বাড়ীরে তরঙ্গ রঙ্গ অীর কি দেথাও শিবে । একি পেয়েছ আনাড়ি"tড়ি তুফানে ডরাবে। আপনি যদি আপন তরী ডুবাই ভবাৰ্ণবে । আমি ডুব দিয়ে জল খাব তৃৰু অভর পদে ডুবে । গিয়েছি না যেতে আছি আর কি পাবে ভবে। আছি কাঠের মুরাদ খাড়ামাত্র গণনাতে সবে ॥ প্রসাদ বলে আমি গেলে তুমি তো সে হবে। তখন আমি ভাল কি তুমি ভাল তুমিই বিচারিবে ॥৯০