পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

go. পদাবলী । প্রসাদী সুর—তাল একতাল ; এলোকেশী দিশ্বসন । কালা পুরা ও মোর মনবাসনঃ ॥ বে বাসন মনে রাখি, তার লেশ মা নাহি দেখি, আমায় হবে কি না হণে দয়া বলে দেন ঠিকঠকান ? যে বাসন। মনে আছে, বলেছি মা তোমার কাছে, এম! তুমি বিনে ত্ৰিভূবনে এ ব্যসন। কেউ জানেন ॥১৮ রাগিণী পিলু বাহার—তাল ঘৎ । ল। বলে ডাকিসন রে মন মাকে কোথা পাবে ভাই । থাকলে এসে দিত দেখা সৰ্ব্বনাশী বেঁচে নাই ॥ গিয়ে বিমাতার তীরে, কুশ পুতুল দাহন করে, ওরে অশৌচান্ত পিণ্ড দিয়ে, কালাশোচে কাশী যাই ॥৯৭ প্রসাদী সুর—তাল একতাল । হয়েছি জোর ফরিয়াদা । এবার বুঝে বিচাপ কর শুাম৷ ৷ ঐ যে মন করিছে জামিনদারী নেচে উঠে ছটা বাদ । অবিদ্যা বিমাতার ব্যাট। তারা ছটা কাম আদি । যদি তুমি আমি এক হইতো পুরে হতে দুয় করে দি ! বিমান্ত মরেন শোকে ছটাম যদি আমল না দি । সুখে নিত্যানন্দ পুরে থাকি, পার হয়ে ঘাই মাশানদী ঃ