পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Örg • পদাবলী { ঐমুখমণ্ডল, কমল নিরমল, সাট্টহাস সঘনে ॥ সজল জলধর, কাস্তি সুন্দর, রুধির কিবা শোভা ও বরণে } প্রসাদ প্রবদতি,* মন মানস নৃত্যভি, রূপ কি ধরে নয়নে ॥১০৫ রাগিণী খাম্বাজ–তাল রূপক । এণে চিকুর নিকর, নরকর কটাতটে, হরে বিহরে রূপসী। সুধাংশু উপল, দহন নরন, বরঞ্জনবরে বলি শশী ॥ শব শিশু ঈষ্ণু শ্রীতিতলে, ধামকরে মুগু অগি । বামেতর কর, যাচে অভর বর, বরাঙ্গন রূপ যগি। সদা মদালসে, কলেবর থাগে, হাসে প্রকাশে সুধারাশি । সমস্ত স্ববাসা, মাভৈঃ মাভৈঃ ভাষা, সুরেশানুকুলী ষোড়শী । প্রসাদে প্রসন্না ভব ভৰপ্রিধ, ভবার্ণব ভর বাসি । জমুর যন্ত্রণ হরণে মন্ত্রণ, চরণে গয়াগঙ্গা কাশী ॥১০৬ রাগিণী বিভাস—তাল তিওট। নবনীল নীরদ তনুরুচি কে, ঐ মনোমোহিনী রে । তিমির শশধর, বাল দিন কর, সমান চরণে প্রকাশ । কোটিচন্দ্র কলকভ, ক্রমুখমণ্ডল, নিন্দি মুধামৃত ভাষ । অবতংশ যে শ্রবণে, কিশোর বিধি হরি গলিভ কুন্তল পাশ । গলে সুন্দর বরণ স্বহায় লম্বিত সতত জঘনে নিবাস ॥ বীমার ৰাম করপর, খড়ী নরশির, সবে পূর্ণাভিলাষ । শশী সকল ভালে, বিরাজে মহাকালে, ঘোর ঘন ঘন হাস ॥

  • অপরবিধ পাঠ ;–ষ্ট্রীরামপ্রসাদ ভণে ।