পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী । 够 و ذ প্রসাদী স্থর-তাল একতালt তার তরী লেগেছে ঘাটে । যদি পারে যাবি মন আয়রে ছুটে । তাঁর নামে পাল খাটায়ে, ত্বরার তরী চল বেরে, যদি পারে যাবি, দুখ মিঠাবি, মনের গির। দেরে কেটে । বাজারে বাজার কর মন, মিছে কেন বেড়াও ছুটে । ভবের বেলা গেল, সন্ধ্য হল কি করবে অীর ভয়ে হাটে ॥ ঐরামপ্রসাদে বলে, বাধ রে বুক এ টে ওরে এবার অামি ছুটিয়াছি, ভযের মায় বেড়ী কেটে ॥১২৮ প্রসাদী সুর—তাল একতাল।। আয় মন বেড়াতে যাবি । কালী কল্পভরুতলে গিয়া, চারি ফল কুড়ায়ে থাবি ৷ প্রকৃত্তি নিবৃত্তি জtয়, তায় নিৰ্বন্তিরে সঙ্গে লৰি । ওরে ৰিবেক নামে জ্যেষ্ঠ পুত্র, তত্ব কথা তার স্বধাবি ৷ অগুচি গুচিকে লয়ে, দিব্য ঘরে কবে শুবি । যখন দুই সতীনে প্রীতি হবে, তখন শ্যাম মাকে পাবি ৷ অহঙ্কার অবিদ্যা তোর, পিতামাতার তাড়ারে দিবি। যদি মোহ গৰ্বে টেনে লয়, ধৈর্য্য খোটা ধরে রবি ৷ ধৰ্ম্মাধৰ্ম্ম ছটাে অজা, তুচ্ছ ছেড়ে বেঁধে গুৰি। যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়েগ যলি দিবি । প্রথম ভাৰ্য্যার সস্তানেরে, দূরে রইতে বুঝাইবি । বদি নামানে প্রবোধ জ্ঞানসিন্ধুমাঝে ডুবাইবি ॥