পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& পদাবলী । *Jసి রাগিণী সোহিনী বtহার—তাল একতালা । আয় দেখি মন তুমি আমি দুজনে বিরলেন্তে বসিরে । যুক্তি করি মনে প্রাণে, পিঙ্গর গড়ৰ গুরুচরণে, পদে লুকাই মুধ খাব যমের বাপের কি ধার ধারি রে । * মন বলে করিযে চুরি ইহর সন্ধান বুঝিনে রে ॥ গুরু দিয়েছেন যে ধন অভয়চরণ কেমনে খরচ কfররে । স্ত্রীরামপ্রসাদের আশা কঁাটা কেটে খোলাসা করিrর মূধুপুী যাব মধু খাব ঐগুরুর নাম হৃদ্ধে ধরে ॥১৩৫ রাগিণী জংলা—তাল একতাল।। আমার অস্তরে আনন্দময়ী । সদা করিতেছেন কেলী ৷ আমি যেভূবে সেভাবে থাকি, নামটা কভু নাহি ভূণি ৷ আবার দু আঁখি মুদিলে দেখি, অস্তুরেতে মুণ্ডমাণী ॥ বিষয় বুদ্ধি হইল হত, আমর পাগল বোল বলে সকলি । আমায় যা বলে তাই বলুক ভারা, অন্তে মেন পাই পাগলী ॥ ত্রীরাম প্রসাদে বলে, মা বিরাঞ্জে শতদলে, আমি শরণ নিলাম চরণতলে, অস্তে না ফেলিও ঠেলি ॥১৩৬ প্রসাদী সুর—তাল একতাল।। অামার কি ধন দিবি তোর কি ধন আছে । তোমার কৃপাদৃষ্টি পাদপদ্ম, বাধা আছে শিবের কাছে।