পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧. - পদাবলী । গুরু আমায় কৃপা করে মা, যে ধন দিলে কাণে কাণে । এমন গুরু আরাধিত মন্ত্র তাও হারালেম সাধন বিনে । প্রসাদ বলে কৃপা যদি মা, হবে তোমার নিজ গুণে । আমি] অস্তিমকালে জয় দুর্গ বলে স্থান পাই যেন ঐ চরণে ॥১৪১ll প্রসাদী সুর—তাল একতাল । মন তুমি দেখরে ভেবে । ওরে আজি অন্ধ শতাস্তে বা অবশ্য মরিতে হবে ॥ ভবঘোরে হয়ে রে মন ভাবলিনে ভবানী ভবে । সদা ভাব সেই ভবানী পদ যদি ভৰ পারে যাবে ॥১৪২৷৷ سمعتسهمضمضه انه مصومصصبسيه রাগিণী ইমন—তাল একতাল।। কাৰ্য কি আমার কাশী। র্যার কৃতকাশী ভদুরসি বিগলিতকেশী । বেই জগদম্বার কুণ্ডল পড়েছিল খসি । সেই হতে মণিকর্ধি বলে তারে ঘোষি ॥ আসি বরুণায় মধ্যে তীর্থ বারাণসী ৷ মায়ের করুণ বরুণাধারা অসীধারা আসি । কাশীতে মরিলে শিব দেন ভক্তমসি । ওরে তত্ত্বমগীয় উপরে সেই মহেশমহিষী ৷ রামপ্রসাদ বলে কাশী যাওয়া ভালত না বাসি। ঐণে গলাতে বেধেছে আমার কালীনামের ফালি ॥১৪৩