পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भै७ পদাবলী । মূলাধারে স্বাধিষ্ঠানে কণ্ঠমূলে ভুরুমাঝেপ এ চারি স্থানে চারি শিব, নবদ্বারে চৌকী আছে । রামপ্রসাদ বলে এই ঘরে, চন্দ্ৰস্থৰ্য্য উদয় আছে । ওরে তমোনাশ করি তার হৃদমন্দিরে বিরাজিছে ॥১৫১ প্রসাদী সুর—তাল একতাল।। ভাব কি ভেবে পরাণ গেল । যার নামে হরে কাল, পদে মহাকাল, তার কেন কালোরূপ হ’ল । কাল রূপ অনেক অাছে এ বড় অtশ্চৰ্য্য কালে । যাকে হৃদয়মাঝে রাখিলে পরে হৃদয়পদ্ম করে আলো ॥ রূপে কালী নামে কালী কাল হইতে অধিক কালো । ওরূপ যে দেখেছে সে মঞ্জেছে অন্যরূপ লাগে না ভালেt a প্রসাদ বলে কুতূহলে, এমন মেরে কোথার ছিল । ন। দেখে নাম শুনে কাণে মন গিয়া-তায় লিপ্ত হলো ॥১৫২ প্রসাদী সুর—তাল একতালা । মন যদি মেীর ওষুধ १ांदां । আছে ঐনাথ দত্ত, পটল সত্ত্ব, মধ্যে মধ্যে ঐট চাৰা ॥ সৌভাগ্য কররে দূরে, মৃত্যুঞ্জরের কর cઃ । রামপ্রসাদ বলে তবেই সে মন ভবরোগে মুক্ত হবা ॥১৫৩