পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૪ পদাবলী । রাগিণী ললিত খাম্বাজ—তাল একতালা । তিলেক দাড়াও রে শমন বদন ভরে মাকে ডাকি । আমার বিপদকালে ব্রহ্মময়ী, এযেন কি না এসেন দেখি । লয়ে বাfব সঙ্গে করে, ভার একটা ভাবনা কিরে, তবে তারানামের কবচমান বৃথা তাণি গলায় রাখি ॥ মহেশ্বরী আমার রাজ, আমি খালতালুকের প্রজা, আমি কখন লাতান, কখন সাতাল, સ્વાન ૭ સારું ત્ર ઃ ના નિઃ । প্রসাদ বলে মায়ের লীলা, অন্যে কি জানিতে পারে । ধীর ত্ৰিলোচন ম৷ পেলে তত্ত্ব আমি অস্ত পাব কি ॥১৫৬ প্রসাদী যুর—তাল একতাল।। মন হারালি কাসের গোড় । তুমি বিলিশি ভাব বধি, কোথায় পাৰ টাকার তোড় । চাকি কেবল র্য কিমাত্র, শ্যামা মা মোর হেমের ঘড়া । তুই কাচ "লে কাঞ্চন বিকাগি,ছিছি মন তোর কপাল পোড়। কৰ্ম্মস্থত্রে যা আছে মন, কেব পাবে তার বাড়ী । মিছে এদেশ যেদেশ করে বেড়াও, বিধির লিপি কপাল মোড় কাল করিছে হৃদয়ে বাস, বাড়ছে যেন শালেব কেঁড়ি । ওরে যেই কালের কর বিনাশ, নাশ ধররে মন্ত্র সোড়া। প্রসাদ বলে ভাবছ কি মন গাঁচশোয়ারের তুমি ঘোড় । সেই পাচেরঙ্গাছে পাচাপাচি, তোমার করবে তোলাপাড় ॥১৫