পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী । " بيانا প্রসাদী স্বর—তাল একতাল। শমন হে আছি দাড়ায়ে । আমি কালীনামে গণ্ডী দিয়ে । কালোপরে কালীপদ সে পদ স্বদে ভাবিয়ে। মায়ের অভয় চরণ বে করে স্মরণ কি করে তার মরণ ভয়ে ॥১৭৯ প্রসাদী সুর—তাল একতাল।। সামাল ভবে ডুবে তরী। তরী ডুবে বায় জনমের মত ॥ জীর্ণতরী তুফান তারি বাইতে মারি ভয়ে মরি। ঐ যে দেহের মধ্যে ছয়টা রিপু, এবার এরাই কচ্ছ দাগাদারি । এনেছিলে বসে গেলে মন মহাজনের মূল খেtয়ালি । বখন হিসাব করে দিতে হবে মন তপন তহবিল হবে হারি ॥ ধীন রামপ্রসাদ বলে মন মীরে বুঝি ডুবায় তরী।, তুমি পরের ঘরের হিসাব কয় আপন ঘরে যায় রে চুরি ॥১৮ প্রসাদী সুর—তাল একতাল।। ওম! তোর মায়া কে বুঝতে পারে। তুমি ক্ষেপ মেয়ে মায়া দিয়ে রেখেছ সব পাগল করে . মায়া ভরে এ সংসারে, কেহ কারে চিন্তে:মারে. ঐ বে এমি কাণীর কাপ আছে যে যেন্ত্রি দেখে তেন্ত্রি করে ॥ পাগল মেয়ের কি মন্ত্রণ, কে তার ঠিকৃঠিকানা করে । রামপ্রসাদ বলে জায় গো জ্বালা, যদি অনুগ্রহ করে ॥১৮১