পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী। సి •প্রসাদী সুর—তাল একতালা । মায়ের চরণতলে স্থান লব । আমি সময়ে কোথা যাব। ঘয়ে জায়গা না হয় যদি ব্যঞ্জিরে রব ক্ষতি কি গে । মায়ের নাম ভরসা করে উপবfী ইয়ে পড়ে যুব ॥ প্রাণ বলে উধা আমার বিদার দিলেও মাইকে যাৰ। আমার দুই রাহু পসারিয়ে চরণতলে গড়ে প্রাণ ত্যজিব ॥১৮২ 'প্রসাদী সুর—তাল একতাল । 斡 মরি গে। এই মন দুঃখে । .ওমা মা বিনে দুঃখ লবো কাকে একি অসম্ভব কথা শুনে বা কি বলুবে লোকে । ঐ যে যার মা জগদীশ্বরী তার ছেলে মরে পেটের ভূকে ॥ tল কি তোমার সাধের ছেলে যা মীথ লে যারে পরম স্বথে । ওমা আমি-কত অপরাধী, লু মেলেন। আমার শাকে ॥ ডেকে ডেকে কোলে গয়ে প{৮iড় সারিলে আমার বুকে । ওম মায়ের মত কাধ করেছ যুঁধিৰে জগতের লোকে ॥১৮৩ প্রসাদী স্থর-ভাল একতাল। কেরে বাম কার কামিনী । বসে কমলে ঐ একাকিনী ॥ ৰাম হাদিছে বদনে নয়ন কোণে নির্গত হয় সৌদামিনী এ জগমে এমন-কন্যে, না দেখি না কর্ণে শুনি । গজ খাচ্ছে ধরে ফিরে উগরে, ষোড়শী নবযৌবনী ॥১৮৪