পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী । هة প্রসাদী সুর—তাল একতাল।। মনরে তোর চরণ ধরি। কাণী বলে ডাকরে ওরে ও মন তিনি ভব পারের তরী। কালীনামটা বড় মিঠা বলরে দিবা শর্করী। ওরে যদি কালী করেন কৃপা তবে কি শমনে ডরি ॥ . দ্বিজ রামপ্রসাদ বলে কাণী বলে যাব তরী। তিনি তনয় বলে দয়া করে তরাবেন এ ভববারি ॥১৮৫ প্রসাদী সুর—তাল একতালা । ' ७८द ठीॉन्नै क्षेनू ईtरौ ग! ! श्वना बननौद्ध ध*tब ॥ ভবানী ভৈরবী শ্যামা, বেদশাস্ত্রে লাইকো সীমা, তারার মহিম। আপনি মাত্র জেনেছেন শিব শঙ্করে। আমার মায়ের নাম গান করে কত পাপী গেল তরে। ও৭। কৈলাস গিরি দিব্য পুরী দেখাওঁ এবার মা আমারে ॥১৮৭ প্রসাদী স্থর-তাল একতালা । থাকি একথান ভাঙ্গ ঘরে । তাই ভর পেয়ে ম৷ ডাকি তোয়ে । হিল্লোলেতে হেলে পড়ে, আছে কাণীর নামেঃ জোয়ে। ঐ যে রাত্রে এলে ছয়ট চোরে, মেটে দেওয়াল ডিঙ্গিয়ে পড়ে i১৮৭০