পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী । ృS) প্রসাদী সুর—তাল একতাল । কালী গে। কেন লেংটা ফের । চিছি কিছু লজ্জা নাই হোমার ॥ * বসন ভূষণ নাই তোলার মা রাজার মেয়ে গৌরব কর । মাগে। এই কি ঘুেমার কুলের ধৰ্ম্ম, পতির উপর চরণ ধর । আপনি লেংটা পতি লেংটা, শ্মশানে মযানে চর । মাগো আমরা যবে মরি লাজে৷ এবার মেয়ে বসন পর । ১৯২ ৷ রাগিণী মূলতান ধানেী—তাল একতাল।। করুণাময়ি কে বলে তোরে দয়:ময়ী । • কারো দুগ্ধেতে ৰাঙ্গালা, (গো তার ) আমার এমি দশা, শাকে অন্ন মেলে কৈ ৷ কারে দিলে ধন জন মা হস্তী অশ্ব রপ চয় । ওগে, তারা কি তোর ব:পেরু ঠাকুর, আমি কি তোর কেহ নই ; কোচ থাকে অট্টালিকায়,দুনে করি তেমি তই । মাগো, আমি কি তোর পাক কুঁত দিয়াছিলাম মই ৷ দ্বিজ রাম প্রসাদে বলে, আমার কপাল বুঝি অন্নি অই ৷ ওস, ਬੋ দশা দেখে বুরি, খাদা হলে পাষাণময়ী ॥১৯৩ , - রাগিণী সিন্ধুকাফী—তাল একতাল।। আপন মন মগ্ন হলে মা, পরের কথায় কি গুর তারে । পরের কথায় গjছে চড়ে, শাপন দেtiব পড়ে মরে, পরের জামিন হইলে পরে, সে না দিলে আপনি ভরে ॥ "