পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*७ পদাবলী । রাগিণী রামকেলী—তাল আড়াপ চলিয়ে ঢলিয়ে কে স্বাসে গলিত চিকুর আসব আবেশে । বামা র৭ে দ্রুতগতি চলে, দলে দানব দলে, ' ধfর কবুতণেগঞ্জ 5j3ftFi ll কেবে কালীর শরীrর, রুধির শোভিছে, কালিনীর জলে কিংশুক ভাসে । কেরে নীলকমল, শ্রমুখমণ্ডল,অৰ্দ্ধচন্দ্ৰ ভালে প্রকাশে । কেরে নীলকান্তমণি নিতাস্ত, লখর fলকর তিমির নাশে । কেরে রূপের ছটায়, তড়িত ঘটায়, ঘন ঘোর রবে উঠে আকাশে ॥ দিতিমুতচয়, সবার হৃদয়,থর থর থর র্যাগে হুতাসে । লাগো কোপ কর দুৰ্ব, চণ নিজ পুর, লিবেদে শ্রীরামপ্রসাদ দাসে ॥১৯৯ রাগিণী কালেংড়া—তাল ঠুংরি। হের কার রমণী নাচে রে ভয়ঙ্কর বেশে । কেরে নব নীল জলধর কায় হয়ে शश, 4 কেরে হরহৃদি হ্রদ পদে দিগবাসে । কেরে নির্জনে বযি নিৰ্ম্মাণ করিণ, পদ ব্লব্রুে;ৎপল জিনি, তবে কেন রসাতলে যায় ধরণী, হেন ইচ্ছা করে, অতি গাঢ় করে, বাধি প্রেমডোরে, রাধি হৃদি সরোবরে, হিনোলে ভাযে ।