পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী । • SSS রাগিণী পিলু বাহার—তাল যৎ । তুই যারে কি কবি শমন, শ্যাম মাকে কয়েদ করেছি। মনবেড়ী তারু পায়ে দিয়ে হৃদূৰ্গারদে বসায়েছি। হৃদপদ্ম প্রকাশিয়ে সহস্রারে মন রেখেছি । কুলকুণ্ডলিনী,শক্তির পদে আমি আমার প্রাণ সঁপেছি। এন্ত্রি করেছি কায়দা, পলাইলে নাইকে ফায়দা, হামেশ রূজু ভক্তি প্যায়দা, ছনয়ন দ্বারবান দিয়েছি। মুহাম্বর হবে জেনে আগে আমি ঠিক করেছি। তাই সৰ্ব্বজর হর লৌহ গুরুতত্ত্ব পান করেছি। স্ত্ররামপ্রসাদ বলে তোর জারি ভেঙ্গে দিয়েছি। মুখে কালী কালী কালী বলে যাত্রা করে বসে আছি ॥২২০ . semessass== রাগিণী পিলু বাহার—তাল যং। জানিলাম বিবম বড় শ্যামা মায়েরি দরবীয় রে । সদা ফুকারে ফরিদী দ্বাদী না হয় সঞ্চার রে. यांशृक्करवौ बाद्र भित्त, tन शहराप्नब डांगा क्रिक, মাগো ওয়া দেওয়ান যে ণ্ডেয়ান নিজে আস্থা কথার রে ॥ লাঞ্চ উকীল করেছি খাড়া, সাধ্য কি মা ইহার বাড়া, মাগোওমাতোমায় তার ডাকে আমি ডাকি কাণ নাই বুধি মারকে গালাক্টালি দিয়ে বলি, কাণ খেয়ে ছেয়েছ কালী, রামপ্রসাদ বলে প্রাণ কালী, করিলে অামারে রে ॥২২১