পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূক্ষার্থ। আকবরের প্রমোদ সভায়, তানসেন সুরদাস রচিত গান গাহিলেন— “যশোদা বার বার ইহ ভাধৈ, হৈ কোই ব্ৰজমে হিতু ইমারে চলত গোপালহি রাখে” । সম্রাট বলিলেন—বা কি তারিফ ? কিন্তু ইহার অর্থ কি ওস্তাদ জি ? তানসেন। যশোদা ঘড়ি ঘড়ি হই;হ বলিতেছেন রজধামে আমার এমন কেহ মিত্র আছেন সিনি আমার চল স্তু গোপালকে ধরিয়া রাখিবেন ? আকবর বণিলেন যেমন গান তেমনি অর্থ ; বহুত আচ্ছ। &স্তাদঞ্জি । রাজার প্রশংসায় প্রসন্ন হইয়া তানসেন বিদায় গ্রহণ করিলেন । ইহার পর মন্ত্রী বায়বল এইখানে আসিয়া উপনীত হইলেন। সম্রাট তাহাকে বলিলেন— মন্ত্রিধর, যশোদা বার বার ইহভাধৈ, হৈ কোই ব্ৰজমে হিতু হুমারে। চলত গোপালহি রাখৈ—এই গানটি গাহিয়া তানসেন মন উদাস করিয়া দিয়া গিয়াছেন। বীরবল হাসিয়া বলিলেন—মহারাজ, আপনি গানে উদাস হইয়াছেন গানের অর্থে আমার উদাসীন হইতে ইচ্ছা হইতেছে । বার অর্থাৎ পৌর. (পাড়া )—যশোদা পাড়ায় পাড়ায় গিয়া ইছাই বলিতেছেন ব্রজধামে । আমার এমন কেহ মিত্র আছে যিনি গোপালকে আটকিয়। রাখিবেন । चांश ! - ( টোডর মল্লের প্রবেশ ) টোডর মল্ল । মন্ত্রি মহাশয়, অর্থটা আমার সঙ্গত মনে হইতেছে না । বার অর্থে জল ও দ্বার, জলের স্বার কি ? না ঘাট, সুতরাং গানটির