পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b- কৌতুক নাট্য । নবীন। সেও একটা কথা বটে, চুরি করতে পারে । ব্রজ। আমিও তাই ভাৰছি, কার হাতে দেব কে আত্মসাৎ করবে: রাখাগ। (আস্তে আস্তে) তাতে তোমার ত কোন ক্ষতি দেখছিনে, ক্ষতি ত অন্য পক্ষেরই । उछ । कि दलछ् ? স্ত্রী। উনি বলছেন—তোমার যে লেখা চুরী করবে ক্ষতি তারই । ব্রজ। ক্ষতি তারই! কথাটা ঠিক— স্ত্রী। বুঝলে না 7 এ লেখায় 0riginality এত অধিক যে, চুরী করে কেউ হজম করতে পারবে না। জান ত Originality গুলো ঠিক লোহার কলাই—তাতে मड, করা যে যে লোকের কৰ্ম্ম ন ত্ব , পে কেবল তোমরাই পার । ব্রজ । ( আলাদে ) বাস্তধিক বইখানা তোমাদের কে খায় কি রকম লাগলো সেটা শুনলে বুঝতে পারি— রাখাল । সমস্তই ভাল লেগেছে । ব্রজ। তবু কোথাও কিছু বদল করার আৰশুক দেখলে কি ? তুমি কি বল হে নবীন ? নবীন। কোথাও না কোথাও না, আগাগোড়াই ভাল । ব্রজ। কিছু সঙ্কোচ ক'র না। উপযুক্ত লোকে যখন আমার লেখার ঠিক দোষটি দেখিয়ে দেয় তাতে আমি যেমন সস্তুষ্ট এমন কিছুতেই ন।। ৰন্ধুরা যদি দোষ সংশোধন না করেন, তাহলে বন্ধুত্বই কি বল ? রাখাল। এত্তটা যখন বলছ—তাহলে আমার একটি কথা বলার श्रांtझ ? ব্রজ । কি বল ! রাখাল। আগাগোড়া বইখানি বেশ হয়েছে—