পাতা:কৌতুক নাট্য ও বিবিধ কথা.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূক্ষ ডাক্তারি। と> বড় বৌয়ের প্রবেশ । বড়বে। ও মেজবেী, কদিন থেকে তোর মুখে কিছু ক্লচছে না, এই টাটকা নিমকি ভেজে নিয়ে এলুম দেখ দেখি দুখান, কেমন লাগে । যাদব। কি সৰ্ব্বনাশ ! নিমকি । তবেই হয়েছে ? বড়বে। তুমিও খাওনা একখানা, দেখ না কেমন হয়েছে। যাদব । না না ওসব খেতে নেই, অমুখ করে । বড়বে। ডাক্তারির জালায় ত আর বাচিনে বাবু, তবে তোমার খেয়ে কাজ নেই, মেজবে ধর একখানা থা। যাদব। আচ্ছা কই দেখি ? বেশী না কিন্তু একখানা। মন হয় নি, আর একখান দেখি, না আর থানা দাও । বড়বে। এই থালা শুদ্ধ রইল, তোমার যধান ইচ্ছা থাওনা বাবু ( একে একে সমস্ত নিঃশেষ করিয়া ) যাদব। স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী, তোমাদের হাতে পড়ে দেখছি আমি শুদ্ধ মারা গেলুম। যাই এক গ্লাস পাইরেটিক স্যালাইন থাইগে । ו לאאל וס#"ש