পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ । গুনিয়ার মাঝে বাবা কিছু কিছু নয় । ময়ন মুদিলে সব অন্ধকারময় ॥ ঈশ্বরের করুণ । অখিল সংসার, রচনা যাহার, সেজন কি গুণ ধরে। নিয়মে স্বজন, নিয়মে পালন, নিয়মে নিধন করে । এ ভব বিষয়, সব শিবময়, শিবের সাগর ভব । শুন ওহে জীব, ভোগ কর শিৰ, অশিব কি আছে তব ॥ অনাদি কারণ, • সুখের কারণ, বিধান করেন কত । নীতিমত যোগে, রহ সুখ ভোগে, মনের বাসনা যত । কুরীতি কলাপ, ফুসহ আলাপ, বিষম বিলাপ হর । করি অবধান, হোয়ৈ সাবধণম ৰিধান পালন কর ॥