পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ। YDS কদিন ইঞ্জিয়গণ, রবে অার বশ ? কদিন করিবে ভোগ, বিষয়ের রস ? জীবন জীবনবিশ্ব, স্থায়ী কভু নয়। নিশ্বাসে বিশ্বাস নাই, কখন কি হয় ৷ শত বর্ষ পরমায়ু, লিপি বিধাতার। রজনী হরণ করে, অৰ্দ্ধভাগ তার ॥ বালা, রোগ, জরা, দুঃখ, বিষম জঞ্জাল। বিফলে বিনাশ হয়, তার অৰ্দ্ধকাল ॥ তথাপিও অবশিষ্ট, অল্পকাল যাহা । কলহ, দম্পতি-সুখে, নষ্ট হয় তাহ ॥ তথাপি কিঞ্চিৎকাল, বাকি যাহা রয় । দলাদলি নিন্দাবাদে, করে তাহা ক্ষয় ॥ অহরহ পাপপথে, চালে দেহ রথ । ভ্ৰমেও ভাবে না জীব, পরমার্থ-পথ ॥ গতকাল পুন কিছু আসিবে না আর । আসিছে যে কাল, তাহা স্থিত থাকে কার : বর্তমান কাল শুধু হিতকর হয়। করিতে উচিত যাহা, কর এ সময় ॥ e কেন আর কাল কাট, হেলায় হেলায় ? জীৰন করিছ শেষ, খেলায় খেলায় । আর কত ঘুরিবে হে, মেলায় মেলায় ?