পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ૭ কবিতাসংগ্রহ। এই হস্ত, এই পদ, এই আছে সব। এই এই, আর নেই, পরে এই শব ॥ এই ভ্রাতা, এই পুত্র, এই পরিবার । এই হাস্য, এই মুখ, এই হাহাকার ॥ । এই ভাব, এই ভক্তি, এই বিলোকন। এই চিন্তা, এই শক্তি; এই বুদ্ধি মন ॥ এই মেধা, এই যত্ন, এই অনুমান । এই তুমি, এই আমি, এই অভিমান । ক্ষণপরে আমি কোথা, কেবা আর কার ? প্রণাম তোমায় প্রভু, প্রণাম আমার ॥ এখনি স্বজন করি, এখনি সংহার । তোমার অনন্ত লীলা বুঝে সাধ্যকার ৪ এই দেখি এই অাছে, এই নাই আর । প্ৰণাম তোমায় প্রভু, প্রণাম আমার ! ఉ*>రeరcococs তত্ত্ব । 鳴 কলেবর কুর্টরেতে ইন্দ্রিয় তস্কর । • ধরিয়া প্রবল বল, আছে নিরস্তর || পরমার্থ পুরুষাৰ্থ, করিছে হরণ । একবার কেহ নাহি, করে দরশন |