পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ কবিতাসংগ্রহ। আছে জোড়া ঘোড়া সত্য, ধৰ্ম্ম, উড়ে যাবে ধরে ড়েন ॥ এই ভারত কিসে রক্ষা হৰে, ভেবে না মা, সে ভাবনা । সেই “র্তাতিয়া তোপির” মাথা কেটে, আমরা ধোরে দেব “ নানা ॥” আচার ভ্রংশ। কুলগুণে এই দেশে, বিপরীত সব । দেখে শুনে মুখে অরি, নাহি সরে রব ৷ এক দিকে দ্বিজ তুষ্ট, গোল্লাভোগ দিয়া। আর দিকে মোল্লা বোসে, মুর্গি মাস নিয় ॥ এক দিকে কোশাকুশী, আয়োজন নানা। আর দিকে টেবিলে, ডেবিলে খায় থানা । ভূতের সংসারে এই হোয়েছে অদ্ভুত। বুড়া পূজে ভূতনাথ, ছোড়া পূজে ভূত! পিতা দেয় গলে স্বত্র, পুত্র ফ্যালে কেটে। বাপ পুজে ভগবতী, ব্যাটা দেয় পেটে !