পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । কি করে করুণ অতি, রবি মহাশয় । অরুণ ত নয় এ যে, অরুণতনয় ॥ কি গুণ দেখিয়া লোকে, মিত্র তারে কয় ? মিত্র যদি মিত্র, তবে শক্ৰ কোথা রয় ? এই ছবি এই রবি, থর অতিশয় । নলিনী কি গুণ দেখে, বিকসিত হয় ? পিতৃগুণ পুত্রে হয়, এই তু নিশ্চয় । পিত হোয়ে রবি ব্যাট, পুত্ৰগুণ লয় ॥ জর জর করিতেছে, হরিতেছে বল । দে জল দে জল বাবা, দে জল দে জল ৷ জলদে জলদে বাবা, জলদেৱে বল । দে জল দে জল বাবা, দে জল দে জল |

  • -*

ছারখার হইতেছে, অখিল সংসার। ঘোর রিষ্টি যায় স্থষ্টি, বৃষ্টি নাই আর ॥ কিবা ধনী কিবা দীন, কেহ নাই সুখে । সবাকার শবাকার, হাহাকার মুখে ॥ ক্ষণ.মাত্র কেহ আর, নাহি হয় স্থির । কার সাধ্য দিনে হয়, ঘরের বাহির ? শমনতাতের তাতে, বালি তাতে ভাই । তাতে যদি পড়ে পদ, রক্ষা আর নাই ॥