পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । ১৪৯ জলদে জলদে বাবা, জলদেরে বল । দে জল দে জল বাবা, দে জল দে জল ৷ নগরের দক্ষিণেতে, যত শ্বেত নর । খাটায়ে খসের টাটি, মুড়িয়াছে ঘর ॥ তাহাতে চামের জল, ঢালে নিরস্তর। তথাচ শীতল নাহি, হয় কলেবর ॥ ও গড ও গড বলি, টবেতে উলিয়া । মনোহর হাসা মূৰ্ত্তি, কামিজ খুলিয়া ॥ ব্রাণ্ডি-জল খায় তবু, ঠাণ্ডি নাহি করে । কেবল চাইস * ভরা, আইসের + পরে ॥ শুখায়েছে বিবিদের, মুখ শতদল । দে জল দে জল বাবা, দে জল দে জল ॥ জলদে জলদে বাব, জলদেরে বল। দে জল দে জল বাবা, দে জল দে জল । মুণ্ডালোষা দধিচোষা, ঢোসা দল যত । কোষাধরা গোসাভরা, তপে জপে রত ॥ প্রভাতে উঠিয়া মরে, মিছে ফুল তুলে । পূজার আসনে বসে, মন্ত্র যায় ভুলে ॥

  • ইচ্ছা । বরফ ।