পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৪ । কবিতাসংগ্রহ । আর এক ভিক্ষণ চাই, দয়া কোরে দিলে তাই, কিছুই তো চাহিৰ না আর । অহঙ্কার ঘোর ভীষ্ম, মানবের মনে গ্রীষ্ম, শাস্তিজলে করছ সংহার ॥ - এই শান্তি জল দিয়া, দেখাও কৃপার ক্রিয়া, বিদ্রোহ অনল করি নাশ । বিপদ বিনাশ হোক, . রাজা প্রজা মুখে রোক, এই মাত্র মনে অভিলাষ ॥ বর্ষার বিক্রম বিস্তার। ধরাধামে স্বভাবের, ভাব বিপরীত । বরষার ঘোর যুদ্ধ, গ্রীষ্মের সহিত ॥ নিশাধারে জলধার, গ্রীষ্ম ৰধিবারে । করিলেন বারি বৃষ্টি, মূষলের ধারে । ঘর স্বার পথ ঘাট, মহা সিন্ধুময় । নীরাকারে নীরাকার, দৃশ্য সব হয় ॥