পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । তুরুণ পল্লবমালে, দেখা যায় ডালে ডালে, কদম্ব-কলিঙ্ক বিকম্বিত । মধুমক্ষি মত্ত হয়ে, সঙ্গেতে স্বদল লঙ্গে, পান করে অমৃত অমিত ॥ হেরি তার মত্ত ভাব, মনে চাব অবির্ভাব, ভুয় হয় কবিতা রচনে । গুপ্তভাবে গুপ্তভার, রাখিলে কি হবে লাভ, গুরু ভয় শুরু কুবচনে u । অতএব ব্যক্ত করি, মধুমক্ষি মধু হরি, মত্ত হয় বরয়া-কৃপায় । মল্লিকা মুকুতা ভাতি, মধুকর মদে মাতি, ४छब्रिब्रां ङ्करश्न मधू ठांग्न ॥ স্বার এই দেখ সদ্য, খাইয়া মেঘের মদ্য, প্রাচীনার শিব্লুেমণি ধরা। নবীন বোড়শী প্রায়, অপরূপ শোভা পায়, রসিক ভাবুক-মনোহর । রসপানে তরুলতা, প্রাপ্ত হয় প্রবলতা, মাদকতা গুণে বলিহারি । दछ नव जूौ नन, গাইতে তুষার মদ, হইয়াছে শেখরবিহারী ॥ রসে হয়ে গদ গদ, পাইয়া পরম পদ, সাগরেতে করিছে পয়ান । ,

  • (i.

సిJS