পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । Sq} উরুণ বয়স কালে, - অরুণ জলদজালে, - বরুণ সহিত করে রণ । প্রভাতে সমর রঙ্গ, প্রভাতে ভানুর অঙ্গ, শোভাতে না হয় নিরীক্ষণ ॥ মলিন দিবসকান্ত, মলিন বিরস কাস্ত, অলীন ভ্রমর তার কোলে ।

  • 料 米 嶺·

o 崇 歌 निरिज़ नौवहरूला, কি শোভা না যায় বলা, অমল কালিনী রঙ্গময় । - মনে মনে এই গণি, গ্রাসিবারে দিনমণি, ওই কালনাগিনী উদয় ॥ বরষার ঘোর রিষে, নীরদ ভুজঙ্গ বিষে, ভানুকর নিকর নিঃকর। ভস্ম আচ্ছাদিত যেন, • প্রজল অনল হেন, আজ প্রভাতের দিনকর ॥ অতঃপর ঘোরতর, নীরধর আড়ম্বর, শুন্যপয় করে অতিশয় ॥. চারু চারু সমুদিত, গুরু গুরু গরজিত ,

  • দুরু দুরু কম্পিত হৃদয় ॥ বহিতেছে সমীরণ, করিতেছে ঘোর রণ,

নিদাঘ বরষা সহকার ।