পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5 و بbہ কবিতাসংগ্রহ। আসিয়া মায়ার মেলা, কর জীব ছেলেখেলা, ছেলা কেন করিতেছ কাজে ? ভবযাত্রা করিবারে, সেজেছ মানবাকারে, অন্ত সাজ তোমায় কি সাজে ? - এ নাটের ঠাট ভারি, যিনি হন অধিকারী, তার প্রতি কেন কর হেলা ? মান রেখে তান ধর, ফুরালে মানের ঘর, কৰে আর পাৰে বল পেলা ? দেহ যাত্রা তুমি যাত্রী, অবসান হয় রাত্রি, হবে যাত্রা কাটি দিলে ঢাকে। কর যাত্রা, দেহ-যাত্রা, কিন্তু হয় শেষ যাত্রা, গঙ্গাযাত্রা মনে যেন থাকে ॥ স্থানে স্থানে একপক্ষ, কেবল সুখের লক্ষ্য, রজনীতে গানবাদ্যছটা। ঝাকে ঝাকে আসে লোক, বিষম মনের ঝোক, কি কহিব আমোদের ঘট । বাড়ী বাড়ী বাই বাই, ভেড়া নাচায় বাই, মনোগত রাগ মুর ধোরে । মৃদু তান ছেড়ে গান, বিবিজান নেচে যান, বাবুদের লবেজান কোরে ॥ গুণি-হস্তে তানপুরা, তাহে কত তান পুরা, মেও মেও ছাড়ে তার তার।.