পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९६२ কবিতাসংগ্ৰহ। খাও খাও, পূজা খাও, করিনে বারণ। এবার মা হুর্গে ভূমি, দুর্গের কারণ ॥ তোমার পূজার জাৰ, বাজে ঘণ্টা শাক । পরাভব করে তার, রোদনের স্থাক ॥ ধরেছ মোহিনী মূৰ্ত্তি, দেবী দশভূজা। দশহস্ত বিস্তারিয়া, হুখে খাও পূজা । ধন্য ধন্য ধন্য দেবি, ধন্য তোর পেট। চালি কলা শসা মূলা, কত লও ভেট । দধি খাও, ক্ষীর খাও, খাও মও' গজ । মহিষ মরাল খাও, খাও মেষ অজা} খাও কত ঘড়া গাড়, রজত পিতল। তথাপি উদর-অগ্নি, না হয় শীতল ৷ उद उक्ल अष्ट्रब्रख्, 2छ। गभूलग्न । অপমানে ক্রমে সব, ম্ৰিয়মাণ হয় ॥ হিন্দুদের অগ্রগণ্য, রাজা রাধাকান্ত। সুধাৰ্ম্মিক সুশীল, সুধীর শিষ্ট শান্ত ॥ শুদ্ধমনে ভাবে শুদ্ধ, যে জন তোমারে। প্রতিদিন পূজা দেয়, নানা উপচারে। হায় খেদ মৰ্ম্মভেদ, খেদ কব কারে । অবিচারে ম্লেচ্ছ রাজা, জেলে দিলে তারে! হইলে আনন্দময়ী, নিরানন্দকরা। রাজ-অপমানে হোলো, শোকে পূর্ণ ধরা।