পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । তুলনা তোমার কাছে, তুল্য গুণ কার অাছে, বাহুবল বুদ্ধিবল ধরে । প্রতিজ্ঞা মনের প্রিয়া, সাহসে সফল ক্রিয়া, হস্ত দিয়া দেশ রক্ষা করে । ধিক ধিক শীকপক্ষ, কিসে হবে প্রতিপক্ষ, কোনরূপে লক্ষ্যণীয় নয়। যুদ্ধ করি উপলক্ষ, •এসেছিল কত লক্ষ, লক্ষ্য মাত্রে গেল সমুদয় ॥ না জেনে বিশেষ হেতু, বান্ধিল নৌকার সেতু, কালকেতু ধূমকেতু শীক । বলহীন হয়ে শেষে, ঢুকিয়া আপন দেশে, আপনার যুদ্ধে দেয় ধিক আমাদের সেনা সব, মেরে সবে করে শব, ছেড়ে রব দলে সব তেড়ে । গুলি গোলা নিলে কেড়ে, যত ব্যাটা চাপদেড়ে, পলাইল পূৰ্ব্বপার ছেড়ে ॥ গোরা সব রাগে রাগে, জোর করি তোপ দাগে, কামানের আগে যায় উড়ে । কোরে কোপ বৃদ্ধি লোপ, মিছে হোপ খেয়ে তোপ দাড়ি গোপ সব গেল পুড়ে ॥ কণীক শত্রু পরাভব, মুখে আর নাহি রব, সুখী সব ব্রিটিসের জয়ে।