পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । জোরজার শেরিসার, ঘোরঘার ফেরফার, নাহি আর বিপক্ষের দলে । শ্বেত সৈন্য সবাকার, বৃদ্ধি হলো অহঙ্কার, বার বার মার মার বলে ॥ ধন্য লর্ড গবর্ণর, ধন্য চিপ কমেওর, ধন্য ধন্য অন্য সেনাপতি । ধন্য ধন্য সৈন্য সব, • ধন্য ধন্য ধন্য রব, ধন্য ধন্য ব্রিটিসের রতি ॥ শক্ৰচয় পেয়ে ভয়, ,রণে হয় পরাজয়, সমুদয় হলো ছারখার । শতদ্রু সলিল অঙ্গে, রুধির তরঙ্গ রঙ্গে, বিভূষিত শীকশবহার ॥ স্রোতে সব শব ভাসে, বাতাসে পুলিনে আসে, কি কহিব ভয়ানক কথা । গৃহপাল ফেরুপাল, শকুনি গৃধিনীজাল, শবাহারে সব হারে তথা ॥ আজ্ঞা পেয়ে আপনার, হলো সব নদী পার, অধিকার করিতে লাহোর । বিপক্ষের ঘোর দুর্গ, লুটিল সকল দুর্গ, ত্রিটিসের ভাগ্য বড় জোর ॥ মহারাণী শীকেশ্বরী, শিশু সুত ক্রোড়ে করি, দারুণ দুঃখিত অহরহ । ২৩৫