পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাব ও চিন্ত । उांद, फ़िरू, ७ई इहै, डिग्न डिझ नांश । মনোহর মনোদ্বীপে, উভয়ের ধাম ॥ মনের মন্দিরে বটে, বাসা করি রয়। অথচ মনের সহ, দেখা নাহি হয় ॥ অধিকার করিয়াছে, ত্রিভুবন জুড়ে। ক্ষণে ক্ষণে বাসা ছেড়ে, কোথা যায় উড়ে । উভয়ের পক্ষ নাই, পক্ষী নহে তারা । অথচ উড়িয়া যায়, এ কেমন্‌ ধারা! উদয়ের প্রতি কিছু, হেতু তার নাই। বিষয় বিশেষে শুধু, দেখামাত্র পাই। দেখা পেলে রাখা ভার, অাশ লয় কেড়ে । তখনি পলায় ছুটে, মনোরাজ্য ছেড়ে । পাছে পাছে ছোটে ইচ্ছা, ধর ধর কোরে। আবার উদয় হয়, অন্তরূপ ধোরে। এইরূপে আসে যায়, সঙ্গে যায় আশ । আসার আশার হেতু, আশা ছাড়ে বাসা।