পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ। ミ、Qa প্রকৃতি মালিনী কৃত, দেখিতে সুন্দর । ধূমকেতু হোয়েছিল, মাথার টোপর ॥ অধ উৰ্দ্ধ জাতি কিবা, মাঝে তার ফঁাক । সেই ফঁাকে চেপে ফাটে, সংসার গুবাক ॥ অপরূপ অগ্নিবাজী, করে গ্রীষ্মরাজ । চমকিত সব লোক, দেখে তার কাজ ॥ এমন জাকের বিয়ে, আর নাহি হয় । বরষা সয়েছে জল, जिङ्दैनभग्न il কাদম্বিনী রামাগণ, নানা ভাব ধরে । ধরিয়া বরণডালা, স্ত্রী-অ্যাচার করে । কত জাক বাজে শাক, উলু উলু মুখে । কত সাজ সাজায়েছে, বাজায়েছে সুখে । স্বরূপসী সৌদামিনী, বাসরে আসিয়া । করেছে কৌতুক কত, হাসিয়া হাসিয়া । রীতিমত সাতবার, পিড়ি হাতে নিয়া । ঘূরিয়াছে সাতবার, সাত পাক দিয়া । তারা, তিথি আদি করি, শাল। শালী যারা । কাণ, ধোরে কানুটি, দিয়েছে কত তার। হয় একি অপরূপ, যাই বলি হাৰি। শরদ গরদ বস্ত্র, বরসজ্জা ভারি । কুয়াসার মছলন্দে, বর দেন বার । শীত ঋতু পরাইল, নীহারের হার ॥