পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম । যথার্থ প্রেমের পথে, পেথিক যে জন । নিৰ্ম্মল জলের প্রায়, স্নিগ্ধ তার মন । শুদ্ধভাবে থাকে শুদ্ধ, আপনার ভাবে। প্রিয়জনে প্রিয় ভাবে, আপনার ভাবে । সরল স্বভাবে পায়, সন্তোষের সুখ । ভ্ৰমে কতু নাহি দেখে, ছলনার মুখ । রসের রসিক সেই, পরিপূর্ণ রসে । ভুবন ভুলায় নিজ, প্রণয়ের বশে । ভাব তুলি স্নেহে তুলি, রঙ্গে রঙ্গ ঘটে । মিত্ররূপ চিত্র করে, হৃদয়ের পটে । সুখময় শুকপক্ষী, ভাল ভালবাসা । মানস বৃক্ষেতে তার, মনোহর বাস । প্রতিক্ষণ প্রতীক্ষণ, অনুরাগ ফলে । পড়া পার্থী না পড়াতে, কত বুলি বলে । অ’াখির উপরে পার্থী, পালক নাচায় । প্রতিপক্ষ প্রতিপক্ষ, বিপক্ষ নাচায় । প্রেমের বিহঙ্গ সেই, ভালবাসি মনে । অাদরে পুষেছি তারে, হৃদয় সদনে । ।