পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԳՀ কবিতাসংগ্রহ । তন্ত্র মন্ত্র পুরাণাদি, সৰ্ব্বশাস্ত্ৰে শুনি । পুন পুন এই বাক্যে, কহে যত মুনি ॥ ३श्थब्रा कृथउद्रा, श्रजांद्र नश्नांब । নহেক তিলেক মুখ, সুধার সঞ্চার ॥ মুনীনাঞ্চ মতিভ্রম, এইস্থলে ঘটে ৷ নতুবা অযুক্তি হেন, কি কারণ রটে । দেখাইব কত সুখ, এ তিন ভুবন । যদি পাই প্রণয়ের, প্রথম চুম্বন ॥ নয়নে নিরথি প্রকটিত পদ্মবন । সুমধুর গীত শ্রুতি, করয়ে শ্রবণ। হৃদয়ে আনন্দে প্রভা, হয় সন্দীপন । সহস্ৰ সহস্ৰ সুখ, প্রাপ্ত হয় মন ॥ রসনীয় রসবারি, খর স্রোতে বয়। শিহরে সৰ্ব্বাঙ্গ ভঙ্গ, দেয় লজ্জাভয় ॥ এইরূপ স্বৰ্গভোগ, লভি সৰ্ব্বক্ষণ । যদি পাই প্রণয়ের, প্রথম চুম্বন ।