পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিলাভের টোরি ও হুইগ। কিছুমাত্র নাহি জানি, রাম রাম হরি। কারে বলে রেডিকেল, কারে বলে টোরি। হুইগ কাছুরে বলে, কেবা তাহা জানে। হুইগের অর্থ কভু, শুনি নাই কাণে ॥ টোরি আর হইগের, যে হন প্রধান । আমাদের পক্ষে ভুাষ্ট্র, সকল সমান। গুণে করি গুণগান, দোষে দোষ গাই। শুধু স্থবিচার চাই, শুধু স্থবিচার চাই ॥ আমাদের মনে আর, অন্য ভাব নাই। শুধু স্থবিচার চাই। নিতান্ত অধীন দীন, এদেশের লোক । শক্তিহীন অতি ক্ষীণ, সদা মনে শোক ॥ রাজ্যের মঙ্গল হেতু, ব্যাকুল সকল। প্রতিক্ষণ প্রীতিক্ষণ, রাজার কুশল ।