পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাতের পদ্ম । সহস্রকরের করে, কিবা শোভ সরোবরে, সে রূপের নাহি অনুরূপ। নলিনী ফেলিয়া বাস, বিস্তার করিয়া বাস, প্রকাশ কোরেছে নিজ রূপ। মাথার আঁচল খুলে, প্রিয় পানে মুখ তুলে, হেসে হেসে কি ৫থলা খেলায়। আহা কি বা মনোহর, দিবাকর দিয়া কর, স্নেহে তার বদন মুছায় ॥ নেচে নেচে ক্ষণে ক্ষণে, ছেটমুখে পড়ে বনে, মনে এই ভাবের আভাষ ॥ কমল দলের তলে, রবি-ছবি জলে জলে, বিদূরিত হোতেছে বিলাস। দলগুলি উঠে উঠে, মুখখানি ফোটো ফোটো, ছোট ছোট কমলের কলি ।