পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ধাহর দেও, স্বর্ণীক্তগড়ের প্রবলপরীক্ৰান্ত জনৈক হিন্দু রাজা। ১২৫৩ খৃষ্টাঙ্গে উলম্ব খার বিরুদ্ধে তিনি কএকবার ঘোরতর যুদ্ধ করিয়াছিলেন । "f शाश्च (*: #ौ) बाँहं । (षकं २७४२) ধাহব ( হিন্দী ) বিক্ষ বা উৎসাহস্যচক বাকা । বাহলি, পঞ্জীব প্রদেশের বসছর রাজ্যের অন্তর্গত একটা গিরিশ্রেণী । ইহার উচ্চ শিখর অক্ষা” ৩১° ২২ - উঃ এবং দ্রাঘি” ৭৭° ৪২' পূঃ। এই পৰ্ব্বতের উপরে একটা দুর্গ এবং বাহলিলগরেরামপুর ও বসন্থররাজের গ্রীয়াবাস আছে। নৌষড়িখোলা মদী ইহার পাদমূল দিয়া প্রবাহিত । ধাহধি (পুং ) বাহুর গোত্রাপত্য । ( আশ্ব” গৃ ৩als ) বাহা (স্ত্রী) বাহ-টাপ । বাছ। “টাবত্তোংপায়ং বাহুর্বাহ ভুঞ্জাভুঞ্জ, সুবাহা ইতি বাসবদত্তায়াং সুবন্ধুশ্লেষঃ।”(উজ্জল ১১৮) বাহাত্তর ( দেশজ ) দ্বাসপ্ততিসংখ্যা, ৭২ ৷ বাহাত্তরঘর ( দেশজ ) মৌলিক কায়স্থভেদ। কায়স্থদিগের মধ্যে ৭২ ঘর সাধ্যমৌলিক কায়স্থ শব্দ দেখ। ] বাহাদুর (পায়ী) ১ বীর, সাহসী । অধুনা রাজকীয় কৰ্ম্ম । চারী ও অষ্ঠাগু সম্রাস্ত ব্যক্তিদিগকে গবর্মেন্ট হইতে ‘বাহাদুর’ এই উপাধি দেওয়া হইয়া থাকে । বাহাদুর খ, (বাহাদুর খান-ই-শেবানী)—দিল্লীশ্বর আকবরের প্রসিদ্ধ সচিব খান জমানের কনিষ্ঠ ভ্রাতা। ইহার প্রকৃত নাম মহম্মদ সৈয়দ। হুমায়ুনের পারস্ত হইতে প্রত্যাগমনকালে তিনি বাহাকুরকে দাবরের শাসনভার দিয়া যান। কিছুদিন পরেই বাহাদুর ৰিদ্ৰোহী হইয়া কান্দাহার অধিকার করিবার চেষ্ট করেন । খেলাতের শাহমহম্মদ খা তখন কান্দাহায়ের সেনাপতি। তিনি পারতপতির নিকট সাহায্য প্রার্থনা করেন। কতকগুলি কাজলবাস বাহাদুরকে আক্রমণ করিয়াছিল,—তিনি | পলাইয়া আত্মরক্ষা করিয়াছিলেন । বাছাছুরের আচরণে দিল্লীশ্বর তৎপ্রতি অতিশয় বিরক্ত হইয়া ছিলেন । অকবর র্শ্বীয় রাজশ্বের ২য় বর্ষে মানকোট অধিকার । করেন । এই সময় বৈরাম খায় অনুরোধে বাদশাহ বাহাদুরকে ক্ষমা করেন । বাহাদুর মূলতান জায়গীর পাইয়াছিলেন। পরবর্ষে মালব-জয়কালে তিনি বাদশাহ-সৈষ্ঠের যথেষ্ট সাহায্য করেন। বৈরামের পতন হইলে মাছম-জনগার চেষ্টায় বাহাদুর ‘বকীল ও এটাব সরকারের শাসনকর্তী হইয়াছিলেন। খানজমানের বিগ্রোহকালে তিমিও ভ্রাতার সহিত যোগদান করিয়াছিলেন। এই অপরাধে তিনি আকবরের আদেশে বন্দী ও শাহবাজ খান কৰয় হস্তে নিহত হন। তাছার ভ্রাতার ন্যায় তিনিও একজন পণ্ডিত ছিলেন। • XIII बांशष्ट्रह भै। 1 •• 1 . বাহাদুর গিলারী বাহাদুর খান, খাদেশের একজন অধিপত্তি। কৰিবংশীয় । রাজা জালীখামের পুত্র। রাজা আলীখ আকবরের হইয়। দাক্ষিণভা-মরপতিগণের সহিত ঘোরতর पूरू कब्रिक्षिणम, তাছাতেই তিনি শক্ৰকরে মিছত হুম। এ সময়ে বাহাদুর খান আসীরগড়ে বন্দী ছিলেন। উচ্চ ঘরে জন্ম হইলেও তাছার অদৃষ্ট্রে মুখশাস্তি ভগবান লেখেন নাই, তিনি ৩০ বর্ষকাল বন্দিত্বভোগ করিয়াছিলেন। পিতার মৃত্যুর পর তিনি ১৫৯৬ খৃষ্টাব্দে রাজা হইলেন বটে ; কিন্তু সুশিক্ষার অভাবে ও निषूरुिउांब्र कान डिनि निझैौधंtग्नग्न अशैौमड चैौकांग्न कतिtड পারিলেন না । অবশেষে দিীসৈন্ত জালিয়া একএকটা ক্ষুদ্রযুদ্ধের পর আলীরগড় অধিকার করিল। বাহাদুর খান রাজ্য হীরাইলেন । বাহাদুর খান, আরঙ্গজেবের একজন প্রিয় সেনাপতি। ইনিই দারশেকোকে সপুত্র বলী করিয়া আরঙ্গজেবের নিকট উপস্থিত করিয়াছিলেন । বাহাদুর খাঁ, বেহারের জনৈক শাসনকর্ত, ইলি খ্ৰীয় পিতার মৃত্যুর পর আপনাকে স্বাধীন রাজা বলিয়া ঘোষিত করেন । দিল্লীশ্বর ইব্রাহিম লোদীর রাজত্বকালে ১৫২৫ খৃষ্টাব্দে দলবল সংগ্রহপূর্বক তিনি উপযুপিরি কএকটা যুদ্ধে দিল্লীসৈন্যকে পরাভূত করিয়া শম্ভল প্রদেশ পৰ্য্যন্ত স্থান অধিকার করিয়াছিলেন । - বাহাদুর খ। সিস্তানী, মালবরাজ আবদুল্ল বা উজবেগের জনৈক সহকারী সর্দার। ১৫৬৬ খৃষ্টাঙ্গে সম্রাট আকবর উজবেগ-বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিলেন, মালবরাজের সহকারী সর্দারেল উপায়ান্তর না দেখিয়া মোগল সম্রাটের পদানত হইল ; কিন্তু বাহাদুর খী সদলে যমুনা পার হইয় অস্তুৰ্ব্বেণী মধ্যে মোগলসেনাপতি মীর মইজ, উলমুলককে আক্রমণ করিলেন। মোগলসৈন্ত পরাস্ত হইয়া কনৌজাভিমুখে পলায়ন করে। তৎপরে খ। জমানের বিদ্রোহ দমনার্থ আকবরশাছ গাজিপুর অভিমুখে অগ্রসর হইলে বাহাদুর খাঁ সুযোগ বুঝিয়া জৌনপুর অধিকার করিলেন । আকবর বাহাদুর খার ক্ষমতা থৰ্ব্ব করিবার জন্য জৌনপুরে প্রত্যাবৃত্ত হইলেন। সম্রাটের আগমনে ভীত হইয়া বাহাদুর বারাণসীতে পলাইয়া গেলেন এবং তথা হটতে সম্রাটের অধীনতা স্বীকার করিয়া ক্ষমা ভিক্ষা করিয়াছিলেন । বাহাদুর গিলানী, দক্ষিণাত্যের বান্ধী রাজবংশের অধঃপতন সময়ে ( ১৪৭৩-১৪৮৯ ) যখন বিজাপুর, জুয়র প্রভৃতি স্থানের শাসনকৰ্ত্তাগণ স্ব স্ব প্রভাব বিস্তার করিয়া স্বাধীনতালাভ স্থ স্বতন্ত্র রাজবংশের প্রতিষ্ঠা করিতেছিলেন, তখন কোঙ্কগঞ্জদেশের শাসনকর্তা বাহাদুর গিলানীও স্বাধীনতালাভের চেষ্টা পাম ।