পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- বুলঙ্গপহুর খুটীয় ১৪শ শতাঙ্ক হইতে এখানে রাজপুত জাতির সমাগম | কুর। ঐ রাজপুতগণ এথানকার পূর্বতন অধিবাসীদিগকে | বিত্বাড়িত করিয়া তাছাদের গ্রামাদি জৰিকার করে । তৎপরে ' মোগল আক্রমণ সময়ে এই প্রদেশের ছয়বস্থা আরও বতি | হইয়াছিল। সম্রাট আকবরের স্ববঙ্গোবকে এখানে শান্তি বিরাজিত । হইয়াছিল। কিন্তু অরঙ্গজেব এখানকার ইসলাম ধৰ্ম্মাবলম্বী হিন্দু অধিবাসীর উপর অত্যাচারের পরীকৃষ্ঠা দেখাইতে ছাড়েন নাই । বাহাতুর শাহের রাজারোহণ (১৭০৭ খৃষ্টা ) হইতে মোগলশক্তির অধঃপতন আরম্ভ হয়। ঐ সময়ে গুজর ও জাটসর্দারগণ । রিদ্রোষ্ট্ৰী হইয়া স্বতন্ত্র ক্ষুদ্ররাজ্যস্থাপনে সমর্থ হইয়াছিল । খৃষ্টীয় ১৮শ শতাব্দ কোইল-নগরে এখানকার রাজপাট প্রতিষ্ঠিত থাকে । মহারাষ্ট্রশাসনকর্তারা কোইলে থাকিয় t se ] ʼ . বুলদানা করেন। ঐ যুদ্ধে মুসলমানসেনানী খুজি লাল-বরণীর মৃত্যু इहेब्राहिण। ५६मe ठांशज कदग्नञप्रिंश्डि हॉन ॐशब्र मांटमहे বেীক্ষত হইয়া থাকে । প্রাচীন হিন্দুপ্রাধাষ্ঠের নিদর্শন স্বরূপ এখানে অপর কোন অষ্টালিকা বা দেবমন্দিরের ধ্বংসাবশেষ দৃষ্টগোচর হয় না। তবে त्रिकछेदउँौ इीष्मद्र बृख्रुि थमन कब्रिप्ण हैठखङ: cभोनिष्ठ खड ৰ জটালিকাদির খণ্ডিত অংশসমূহ লক্ষিত হইয়া থাকে । ঐ গুলির গঠনকার্য দেখিলে নিশ্চয়ই প্রাচীন ছিলুগঠন निम्ना भएन श्ग्र। आठौन डम्न जोशिकान्ति भएश गजप्ने আকবর শাস্থের প্রধান সেনানী বহলোল খায় সমাধিমলিয়ই সৰ্ব্বপ্রাচীন। এতদ্ভিন্ন প্রাচীন-নগরের মধ্যস্থলে জমা মসজিদ দেখিতে পাওয়া যায় । ইংরাঙ্গাধিকারে এখানকার বিশেষ রাজকাৰ্য্য নির্বাহ করিতেন । বয়শনগর তৎকালে কোইলের কোন শ্ৰীবুদ্ধি সাধিত হয় নাই । অধীন ছিল। ১৮০৩ খৃষ্টাবো ইংরাজসৈন্ঠ কোইল ও আলীগড় | বুলান (দেশজ ) হস্তাবমূর্ধণ, হাতবুগান। কুর্গ অধিকার করে । ১৮২৩ খৃষ্টাব্দে আলীগড় ও মিরাটের কতকাংশ লইয়া বুলদসহর একটা স্বতন্ত্র জেলারূপে পরিগণিত হয়। তৎপরবর্তী সময় হইতে ১৮৫৭ খৃষ্টাব্দের সিপাহী বিদ্রোহ পৰ্য্যস্ত এখানে জার উল্লেখষোগ্য কোন ঘটনাই ঘটে লাই। সিপাহীবিদ্রোহের সময় গুজরগণ, ৯ম সংখ্যক পদাতিক সেনাদল, মালাগড়ের শাসনকর্তা বালিম্বাদ খাঁ ও ইসলাম ধৰ্ম্মাবলম্বী রাজপুতগণ ইংল্লাজবিপক্ষে ঘোরতর যুদ্ধ করে। [ সিপাহীবিদ্রোহ দেখ। ] খুর্জী, বুলাসহর বা বরণ, সিকারাবাদ, শকারপুর, জাহাঙ্গীরাবাদ, অনুপসহর, দিঘাই, সিয়ান, জেবার, গালাওট, গরঙ্গাবাদ ও ধনকউর প্রভৃতি এই জেলার প্রধান নগর। ২ উক্ত জেলার প্রধান নগর ও বিচার সদর । কালীনদীর । পশ্চিমে অবস্থিত । অক্ষা” ২৮°১৪১১- উঃ এবং দ্রাঘি” ১৫ পূঃ। এখানে ইষ্ট ইণ্ডিয়া রেলপথের একটা ষ্টেসন আছে। এই নগর সমুদ্রপৃষ্ঠ হইতে ১৪১ ফিটু উচ্চ। ইহার প্রাচীনাংশ একটা গগুণৈলের শিখরদেশে স্থাপিত এবং নিকটবৰ্ত্ত সমতল ক্ষেত্রের উপর নূন্তম নগর নিৰ্ম্মিত হইয়াছে। প্রসিদ্ধ মাকিদনীর মহাত্মা জালেকসানারের ও উত্তর ভারতের হিন্দুবালিক রাজগণের নামাঙ্কিত মুদ্র অঞ্চাপি বরণ নগরের নানা স্থানে পাওয়া" থাকে। যবন ও বাহিলক রাজগণের কাধিকারে যে তােদীর লোকের এই স্থানে সমাগম হইয়াছিল, তাহাতে সন্দেহ নাই। দোরবংশীয় রাজা হয়দত্ত ইসলাম ধৰ্ম্মে দীক্ষিত ইয়া ও নানা উপঢৌকন পাঠাইয়া গঙ্গলীপতি মামুকে সন্তুষ্ট করিয়াছিলেন। এখানকার শেষ रिकूमब्रभकि ब्रांज व्जरगन अश्वत्र ८षांबित्र नूरु औबन मान বুলি (স্ত্রী) বুল-ইঞ্চি। ১ ভগ, চিহ্ন। (হেম) ( দেশজ ) ই বাক্য । ( ইংরাজী ) ও কাষ্ঠে খোদাই করিবার যন্ত্রবিশেষ (Burine)। বুলকুকড়া (দেশ) গুগভেদ। বুলদান, পশ্চিম বেয়ার বিভাগের একটা জেলা। ভূপরিমাণ ২৮৯৪ বর্গ মাইল। চিখলি, মালকাপুর ও মেহকার নামক তিনটী তালুকে এই জেলা বিভক্ত । এই জেলা বেরার বালাঘাট পৰ্ব্বতের অধিত্যকাদেশে স্থাপিত। উছার উপত্যকাভূমিসমূহে পবিত্রসলিলা বহু শাখানদী প্রবাহিত থাকায় ঐ সকল স্থান বসবাসের ও কৃষিকার্য্যের উপযোগী হইয়াছে। বেণগঙ্গা, নলগঙ্গা, বিশ্বগঙ্গা, ঘন, পূর্ণ ও কাটাপুর্ণ প্রভৃতি এখানকার প্রধান নদী। জেলার দক্ষিণভাগে লোনার নামক হ্রদ অৰস্থিত । উহার তীরভূমে উৎকৃষ্ট কারুকার্য্যযুক্ত একটা প্রাচীন ছিলুমশির স্থাপিত আছে। হিন্দুমাত্রেরই নিকট উছা পবিত্র বলিয়া গণ্য । দেউলঘাট নামক স্বানে বেণগঙ্গাতীরে, মেহকরে, সিখের ও পিম্পল গf৪ নামক স্থানে হেমাণ্ডুপন্থীদিগের প্রাচীন মন্দিরসমূহ দেখিতে পাওয়া যায়। যখন পূর্ণার উপত্যকাভূমি মুসলমানের হস্তগত হয়, তৎকালে জৈন রাজগণ এখানে আধিপত্য বিপ্তার করিয়াছিলেন । ১২৯৪ খৃষ্টাব্দে দিল্লীর শাসনকর্তা জালাউদ্দীন এ প্রদেশ আক্রমণ করেন এবং ইলিচপুর প্রভৃতি স্থানে মুসলমানাধিকার প্রতিষ্ঠা করিয়া যান। ক্রমে তাহার বংশধরগপের যত্নে দক্ষিণদিগ্‌বৰ্ত্তী ভূভাগসমূহ মূললমানের শাসনভুক্ত হয়। ১৩১৮ খৃষ্টান্ধে সমগ্র বেরার প্রদেশ মুসলমানের শাসনাধীন হুইঙ্গাছিল। ১৪৩৭ খৃষ্টাব্দে আক্ষদশাহ