পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্ৰহ্মদেশ [ ষ্ট ত স্থত: বিক্ষিপ্ত ৰে সমস্ত বহু প্রাচীন কান্তিসমূহ आदिक्लङ श्३স্বাছে,* তন্দ্বারাও ভারতীয় হিন্দুর ব্রহ্মগমন কুচিত হইয় থাকে। আরাকালের ব্রহ্মরাজেতিবৃত্তপাঠে জানা যায় যে, গৌতমবৃন্ধের বহুপূৰ্ব্বে জনৈক বারাণসা-রাজপুত্র আরাকানু জনপদে অ{{সর উপস্থিত হন এবং বওঁমান সাণাওয়ের সন্নিকটে রামাবতী নগরে রাজধানী স্থাপন করেন । তিনি প্রতি বংসয় বারাণসীরাজকে কর প্রদান করি৩েন। রূপে কিছুকাল গত হইলে পর বারাণসীরাজ শেক্যৰত ( ষিন পর জন্মে গৌতমৰুন্ধরূপে জন্ম গ্রহণ করেন স্বীয় পুত্র কম্মিানের উপর ব্ৰঙ্গরাজ্যের শাসনভার অর্পণ করি যান । উক্ত রাজপুত্র ব্রহ্ম, প্ত্যাম ও মলয়ুবাসিগণের উপর আধিপত্য বিস্তার করিয়াছিলেন। তদীয় রাজ্যের উত্তর সাম। মণিপুর হইতে চীন সীমান্ত পর্য্যস্ত ব্যাপ্ত হইয়াছিল + । কম্মিান নিজ রাজ্য নানা অসভ্য জাতিতে পূৰ্ণ করিয়া যান। এই গল্পের মূলে কোন সত্য না থাকিলেও ইহাদ্বারা ব্রহ্মে ভারতীয় সংস্রব এবং বৌদ্ধধৰ্ম্মের প্রবেশগাভ ভিন্ন অপর কোন বিষয়ের স্বচন নাই ; । আরাকানে প্রচলিত প্রবাদের উপর নির্ভর করিয়া আমর। জানিতে পারি যে, কেন এক সময়ে ভারতীয় হিন্দু ও বৌদ্ধগণ এদেশে পদার্পণ করিয়াছিলেন। অপর এক সময়ে পূৰ্বাঞ্চল হইতেও ব্রহ্মগণ এখানে আসিয়া উপনিবেশ স্থাপন করেন। উক্ত ঔপনিবেশিকদলের কেহই আদিম অধিবাপীদিগের বিরুদ্ধাচারী হয় নাই । তৎপরে বৌদ্ধধৰ্ম্মের প্রচারার্থ শাক্যবংশীয় জনৈক রাজা এখানে আসিয়া রাজত্ব করতে থাকেন। উক্ত রাজপশের ২৯শ রাজের অধিকারকালে এ4:নে বৌদ্ধধৰ্ম্ম .পূর্ণ প্রতিষ্ঠা লাভ এই ( খৃঃ ১৪৬ অব্দে ) করিয়াছিল । এই সময় ও পরবর্তীকালে ব্রহ্মের বিভিন্ন-প্রদেশ কাম্বোজ রাজগণের অধিকারভুক্ত হইয়াছিল, ইহাদের মধ্যে কেহ শৈব, কেহ বৈষ্ণব, কেহ বা বৌদ্ধ ছিলেন । [ কাম্বোজ দেখ। ] খৃষ্টীয় ৯ম শতাদের প্রারম্ভ সময়ে মুসলমানবণিকৃগণ আরাকান উপকূলে আসিয়া উপষ্ঠিত হয়। উক্ত শতাদেষ্ট আরা

  • Dr. Forchlaumer s Major R. C. Temple Notor

স্বরের অনুসন্ধানে ব্ৰহ্মদেশের প্রত্নতত্বের নুন্তলার উrাটিত হইয়াছে।

  • বন্ধের প্রাচীন ঐতিহাসিকগণ এখানে মহাত্রমে পতিত হইয়াছিলেন। শঙ্কৰশে গৌতমবুদ্ধের জন্ম জানিব এবং উহার অপর নাম শাকসিংহ थाकांप्र डैtझांद्रा लाzकrद्र ! cभकाबडी) वृकछद्मस्र कब्रमा कब्रिद्र टाईप्रtझन । স্থাদ্ধার প্রকারাগুরে গৌতমীপুত্র শাকোয় বুদ্ধত্বলাৰ হেতু নামাগুর স্বীকার झट्रिं लंघ्रicछ्म ।

S BBBBB BBB BBtuBB BBBBBBB B DDDDDD লিপিবদ্ধ হইয়াছে, তাহ সম্পূর্ণ জবিশ্বাসজনক । ১৩১ ] ব্রহ্মদেশ কানরাঞ্জ ৰঙ্গবিজয়ে গমন করেন এবং চট্টগ্রামে একটী কীখ্রিস্তম্ভ স্থাপন করিয়া যান। খুষ্ট্রীয় ১০ম শতান্ধে প্রোমরাজ আরাকান আ ক্রমণ করেন, ঐ সময়ে আরাকান-রাজধানী ম্রোহেঙ্গ নগরে স্থাপিত হইয়াছিল। তৎপরবর্তী পাচ শতাঙ্ক-কাল এই স্থান বন্ধ, শান, তলৈঙ্গ ও পুলি প্রভৃতি বিভিন্ন জাতি কত্ত্বক . আক্রান্ত হয় । বোধগয়ায় প্রাপ্ত ১২শ শতাদের শিলালিপি হইতে জানা যায় যে, পগানরাজ বাঙ্গাল আক্রমণ করেন। দিনাজপুরের রাজবাটীতে যে প্রাচীন শিলালিপি আছে, তাহাতে ঐ স্থানে কাম্বোজনরপতি কর্তৃক শিবমন্দির প্রতিষ্ঠার কথা আছে । সম্ভবতঃ তিনিই এই পগানরাজ হইবেন । খৃষ্ঠায় ১১৩৩ ১১৫৩ অন্ধ পৰ্য্যস্ত বঙ্গ, পেগু, পগান ও গুমি প্রভৃতি প্রদেশের নরপতিগণ আরাকানরাঞ্জ গৰু লয়ের অধীনতা স্বীকার করিয়ছিলেন। গক্লয়ের কীৰ্ত্তিস্তম্ভ মহতীমন্দির ১৮২৫ খৃষ্টালে ইংরাজসৈন্ত কর্তৃক বিধ্বস্ত হইয়াছিল। গক্লয়ের পরবর্তী শতাব্বাধিক কাল শান ও তলৈঙ্গ জাতির উপযুfপরি মোক্রমণে এই স্থান বিধ্বস্তু প্রায় হইয়াছিল। অবশেষে ১২৯৪ খৃষ্টান্সে রাজা মিস্তি বিপস দিগকে বিতাড়িত করিয়া স্বরাজ্য উদ্বার করেন এবং পগান ও পেগু রাণ্য জয় করিয়া স্বীয় রাজ্যসীম। বিস্তু ত করিয়াছিলেন * তত্বশায় রাজগণ প্রায় ১৪০৪ খৃষ্টান্স পৰ্য্যন্ত অপ্রতিহত প্রভাবে রাজ্য শাসন করেন । উক্ত বৎসরে রাজা মিন্‌-স্ব মুনের অত্যাচারে উত্তাক্ত হইয়া প্রজাগণ বিদ্রোহা হয় এবং তাহতেই তিনি রাজ্য-সম্পদ হায়াই তে বাধ্য হন। রাজ্যচ্যুত হইয়। তিনি বাঙ্গালার মুসলমান রাজগণের আশ্রয় গ্রহণ করেন । কিছুকাল পরে মুসলমানসাহায্যে তিনি স্বরাজ্যে প্রতিষ্ঠিত হন। তদবধি আরাকানী মুদ্রার পৃষ্ঠদেশে বিকৃত পারসী ও নাগরা অগ’রে নামাদি লিখিত হ হতে থাকে । বিদ্রোহী প্রজীদল আবারজের সহায়তা গ্রহণ করিয়াছিলেন। তিনি এখানে ১৪৩০ খৃষ্টাঙ্গ পৰ্য্যস্ত রাজ্য শাসন করেন । তৎপরে আরাকানরাজ্যে উল্লেথযোগ্য অfর কোন ঘটনাই ঘটে নাই। ১৬শ শতকের প্রারম্ভে পুৰ্ব্বদিক হইতে ব্ৰহ্মবাসিগণ এবং সমুদ্রপথে পর্তুগঞ্জ জলদস্থাগণ আরাকানের বক্ষ ও পৃষ্ঠদেশ আক্রমণ করে । পৰ্তুগীজ দিগের উপদ্রব হইতে ম্রোহোঙ্গ (পুরাতন আরাকান ) নগর । ---F— ------------------------------سمه.------------------------- S D DDDD DDBBtt DBBBB BBBB BBBD DDD BBBS * ७ब्र वक्रो बग्नश्रठि%११ग्न निकै हईcठ ब्रांछकग्न चांगांध्र कब्रिग्राहिण ।

  • আরাকানে প্রচলিত সাহিতি ১ংশ শতাব্দীর প্রাচীন মুজ পাওর গিয়াছে।