পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্ৰহ্মদেশ [ সৌভাগ্যশশী প্রকাশ পাইতে আরম্ভ করে । মার্তাবানের अमडिजूबदउँौं उरुजून्नबानैौ मत्रश् नाम खरेनक शख् िविप्झांईौन्न शtण भित्रिछ। ८° ५ ७ मां €ांदांन नभंग्र छच्च करग्नम । তদ্বিরুদ্ধে পগান হইতে প্রেরিত মুসলমানসেনাদলকে পরাজিত করিয়া তিনি ক্রমে ক্রমে সমগ্ৰ তলৈঙ্গরাজ্য জাৰ্ম্মসাৎ করিলেন। পূৰ্ব্বে শুiমরাজের অধীনে কৰ্ম্ম করায়, এরূপ উন্নত অবস্থায়ও তিনি কখন প্রভূভক্তি প্রদর্শন করিতে কুষ্ঠিত হন নাই। স্বীয় পুৰ্ব্বস্বামীকে ভক্তিপূর্ণদ্ধদয়ে তিনি কিয়ৎ পরিমাণে রাজকরও দিতেন। পক্ষাস্তরে শুামরাজ ও র্তাহাকে খিলাং প্রদান করিয়াছিলেন ১২৯৬ খৃষ্টাব্দে ২২ বৎসর রাজ্যশাসন করিম তিনি অনস্তুধামে গমন করেন। ১৩২১ খৃষ্টাব্দে টাভয় ও ভেনাসেরিম প্রদেশ পেগুরাজ্যের অন্তভূক্ত হয়। এই ঘটনাস্থত্রে শুামরাজের সহিত ঘোরতর যুদ্ধ বাধে। কিছুতেই উভয়ের মনোমালিন্ত বিদূরিত হয় নাই। ১৩৪৮ খৃষ্টাব্দে রাজ। বিস্তু-উর রাজত্বকালে রাজ্য মধ্যে বিশেষ বিপ্লব সংঘটিত হয়। একদিকে চেঙ্গমই-শান জাতির উপদ্রব এবং অপর দিকে গৃহবিবাদে প্রপীড়িত হইয়া তিনি অতিশয় বিত্রত হন। তদনুসারে তিনি মার্তাবান হইতে পেগু নগরে রাজপাট স্থানান্তর করেন। তিনি শান্‌জাতিকে পরিতৃপ্ত করিলেও গৃহবিপ্লবের ষড়যন্ত্র হইতে পরিত্রাণ পান নাই। তিনি স্বায়ু পুত্র বিস্তম্বে কর্তৃক রাজসিংহাসনচু্যত হইয়াছিলেন। রাজাসনে আসীন হইয়া বিস্তম্বে রাজাদিরিং নাম গ্রহণপুৰ্ব্বক প্রভূত প্রতিপত্তির সহিত রাজ্য শাসন কারমাiছলেন। বিপক্ষের হস্ত হইতে রাজ্যর ক্ষা করাহ তাহার জীবনের প্রধান ব্রত ছিল। প্রায় ৩৫ বৎসর তিনি আব রাজের সহিত যুদ্ধ ব্যাপারে লিপ্ত ছিলেন। অবশেষে ১৪০৪ খৃষ্টাব্দে তিনি সসৈন্তে আবারাজ্যে গমনপুৰ্ব্বক তদধিপতিকে পরাজিত করিয়াছিলেন। তাছার মৃত্যুর পর প্রায় শতবর্ষ কাল পেগুরাজ্য বর্তমান রাজবংশের শাসনপ্রভাবে শান্তভাব ধারণ করে এবং প্রজাবৰ্গ ধীরপ্রকৃতিতে কৃষিকার্য্যে লিপ্ত থাকিয়া স্বদেশকে শস্তপূর্ণ করিয়াছিল। ১৫২৬ খৃষ্টাৰে উক্ত বংশের শেষ রাজ তক-যুৎ পিতৃসিংহাসন লাভ করেন। তাহার পুত্রসস্তানাদি কিছুই ছিল না। আবারাজ্যে শানার্দারবংশের বিস্তার দেখিয়া, তিনি পিতৃশক্ৰ হইলেও তোঙ্গ-গুরাজবংশকেই প্রাচীন ব্রহ্মরাজবংশের প্রতিনিধিস্বরূপ স্বীকার করিয়া যান ; তদনুসারে ১৫৩• খৃষ্টাৰে ভৰিৰ খেড়ি ৰাজ্যাধিকার প্রাপ্ত হন। তিনি উপযুr পরি চারি বৎসর পেগু আক্রমণে বিফলমনোরথ হইলেও, ১৫৩৫ খৃষ্টাৰে তিনি পেগুরাজধানী হস্তগত এবং তাছার XIII wog $రిచి ] ব্ৰহ্মদেশ প্তালক ৰুরিন নোঙ্গ ৭ মাস অবরোধের পর মার্তাবান নগর জয় করেন। এই সময় হইতে তলৈঙ্গদিগের মধ্যে একটা নুতন রাজবংশের প্রতিষ্ঠা হয় । ইহার রাজত্বকালে পর্তুগীজ নাবিকগণ ত্রন্ধে ভাসিয়া উপস্থিত হন। তাহাঙ্গের লিখিত বিবরণ হইতেই আমরা সেই সময়কার পেগুরাজ্যের ইতিহাস দেখিতে পাই । পেশুর নূতন রাজা আবা ও স্তামরাক্সের সহিত যুদ্ধমানসে পর্তুগীজসেন সংগ্ৰহ করিয়াছিলেন। পাশ্চাত্য বৈদেশিকদিগের সহিত মিত্রত করায় হিতে বিপরীত হ’ল। তাছা হইতেই তাহার রাগ্যলক্ষ্মী চঞ্চল হইলেন। তাহার মৃত্যুর পর খালক বুরিন নেঙ্গ- ১৫৫০ খৃষ্টাব্যে পেগু-সিংহাসনে আরোহণ করেন। তিনি রাজপদে অধিষ্ঠিত হইলে প্রজা বর্গের মধ্যে বিদ্রোহবহ্নি প্রজুলিত হইয় উঠে। তিনি নিজ ভুজবলে উদ্ধত প্রজা বর্গকে শাসিত করিয়া গ্রোম, আবা, শানরাজ্য এবং পশ্চিমে আসাম সীমাস্তু পর্যন্ত অধিকার করেন। তংপরে ১৫৬৩ খৃষ্টাব্দে খামরাজ্য জয়পুৰ্ব্বক স্বীয় শাসন ভূক্ত করিয়াছিলেন । ইহার ছয় বর্ষ পরে (১৫৬৯ খৃঃ অঃ ) প্তামরাজ্যে পুনরায় প্রঞ্জাবিদ্রোহ উপস্থিত হয়। তিনি বহুসেন সমভিব্যাহারে তথায় গমন করিয়া বিদ্রোহ দমন করেন ১৫৮১ খৃষ্টাব্দে তাহার মৃত্যুতে যুবরাজ নন্দবুরিন রাজপদে অভিষিক্ত হন । তিনি দুবৃত্ত শু্যামবাসীদিগকে দমনার্থ চারি বার যুদ্ধসজ্জ করিয়াছিলেন ; কিন্তু অকৃতকাৰ্য্য হওয়ায় ক্রমেই তাহার রাজকোষ শূন্ত হইয়া পড়ে। সঙ্গে সঙ্গে মহামার, দুৰ্ভিক্ষ ও গৃহবিবাদ উপস্থিত হয়। রাজ-অত্যাচারে এবং নিচুর ব্যবহারে উৎপাড়িত হইয়া করদ সামন্তগণ তাহাকে পরিত্যাগ করে। অবশেষে তাহার মাতুল তেজ-গু-রাজ আরাকানপতির সহিত মিলিত হইয়া ১৫৯৯ খৃষ্টাব্দে তাহাকে সিংহাসনচ্যুত করিয়া ব্ৰহ্মরাজাকে কঠোর অত্যাচার হইতে মুক্ত করেন। রাজশক্তির অবনতি দেখিয়া শুামবাসিগণ পুনরায় জাগিয়; উঠে । তাছারা সঙ্গলে জাসিয়া পেগুরাজ্য ছারখার করিত থাকে। এইরূপ জনশূন্ত ও প্রস্রষ্ট জনপদে রাজত্ব করিতে আক্রমণকারীর কোন আস্থা প্রদর্শন করেন নাই। তবিন খেতির সেই সমৃদ্ধ রাজ্য এই সময় হইতে নিকোটির শাসনাধীন হইয়াছিল। ১৬১৩ খৃষ্টাব্দে আবাপতি স্বীয় শক্তি অবগত হইখ পর্তুগীজদিগকে পরাজিত করেন এবং তাধিকৃত छूङअनबूर चैौद्र ब्राजाङ्गङ করিয়া লয়েন । প্রায় শতবর্ষ • পঞ্জীৰ ইতিবৃত্তে ইষ্টার Braginoco নাম লিখিত আছে। :